ইতালিয়ান লিগে নাপোলির হয়ে তার খেলা দেখে আপ্লুত হয়েছিল গোটা বিশ্ব! আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমে কালজয়ী ফুটবল খেলেছিলেন তিনি! আজ সেই দিয়েগো ম্যারাদোনার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুনিয়া!
বেশ কিছুদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তার থাকতে হয়েছিল রিহ্যাবেও। আজ রাত সাড়ে ন টা নাগাদ নিজের বাড়িতেই হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুটবলের ঈশ্বর!
ফুটবলের মাঠ কে বিদায় জানিয়েছিলেন অনেক দিন আগেই,মাত্র ষাট বছরেই পৃথিবী ছাড়লেন এবার!
১৯৮২র বিশ্বকাপে প্রথম তার ক্ষমতার কথা আঁচ পেয়েছিলো পৃথিবী। ১৯৮৬ র বিশ্বকাপে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার হবার তকমা নামের পরে এঁটে নেন তিনি।
তার পর আকাশ ছোঁয়া খ্যাতির অধিকারী হতে কেউ আটকাতে পারেনি তাকে।
একসময় তার এবং কমিউনিস্ট রাষ্ট্র নায়ক ফিদেল কাস্ত্রোর বন্ধুত্ব ছিলো জগৎ বিখ্যাত! মহেশ তলা স্টেডিয়াম উদ্বোধনে এসেছিলেন ভারতেও!
তার আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না গোটা ফুটবল মহল!
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেন গুপ্ত, সুব্রত ভট্টাচার্য সহ আরো অনেক বাঙালি ফুটবল তারকা!
প্রতিবেদনে-শশাঙ্ক