মদ্যপানের কারণে অনেক পরিবারেই নিত্য অশান্তি হয়, কিন্তু এবারে সত্যিই ঘটে গেলো মর্মান্তিক ঘটনা।
মদ্যপ যুবককে ক্রোধের বশে পিটিয়ে খুন করলো স্ত্রী।
ঘটনাটা ঘটেছে জলপাইগুড়ির বানারহাট এলাকায়। মৃতের নাম রঞ্জিত ওঁরাও। প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন রঞ্জিত। একেবারেই তার সেই স্বভাব পছন্দ করতেন না স্ত্রী।এই রবিবারও তার ব্যতিক্রম হয়নি। এরপরেই চূড়ান্ত অশান্তি শুরু হয় স্ত্রীর সাথে। এর জেরেই রাগের মাথায় তাকে হঠাৎ ভারী কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে তার স্ত্রী। সাথে সাথেই ঘটে রক্তারক্তি কান্ড। মাটিতে লুটিয়ে পরে রঞ্জিত। চ্যাঁচামেচি তে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রঞ্জিতের দেহ নিথর অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।
প্রতিবেশীদের পক্ষ থেকে সেটা থানায় জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার করে অভিযুক্তকে।
আজ সকালে আদালতে তোলা হয় রঞ্জিতের স্ত্রীকে।
প্রতিবেশীদের মতে তাদের মধ্যে প্রতিদিনই ছোট বড়ো বিবাদ হতো মদ খাওয়াকে কেন্দ্র করে । কিন্তু এতটাই সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে তা তাদের কল্পনার বাইরে ছিলো।
প্রতিবেদনে-শশাঙ্ক