এবার সত্যিই নিশ্চিত হলো বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ! আজ এক সাংবাদিক বৈঠকে অমিত শাহর বক্তব্যেই স্পষ্ট হয়ে গেলো তা। একুশে বিধানসভা নির্বাচনের অনেক আগেই তার ফলাফল নিশ্চিত হয়ে যাচ্ছে অনেকের কাছেই ! আদৌ কি এন্টি ইন্কাম্বেনসির সুযোগ ঘটবে বাংলায়? এই নিয়ে রয়েছে জল্পনা! এর সাথে আরো এক রহস্য,ক্ষমতায় আসলে কে হচ্ছে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী! এই জল্পনার অবসান ঘটলো এবার! শুভেন্দু র দলে যোগের পরে এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ! সাংবাদিক সাক্ষাৎকারে অমিত শাহ স্পষ্ট বললেন দিদিকে হারাবেন বাংলার বিজেপি কর্মীরাই। জয়ের পর মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপুত্রই!
মেদিনীপুরের ভূমিপুত্র নামে প্রচারিত শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেবার পর অমিত শাহ এর এই মন্তব্য যথেষ্টই স্পষ্ট করে দিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম!
আগামী বিধানসভাতে বিজেপির দুশো আসন নিশ্চিত এও স্পষ্ট করে জানিয়েছেন অমিত শাহ। তিনি
বাংলা নিয়ে তার রয়েছে নানান পরিকল্পনা, বঙ্গ বিজেপির ইস্তেহার নিয়ে বিজেপির কর্মীরা ব্যস্ত ভীষণ ভাবেই।
এর পাশাপাশি আগামী পাঁচ বছরে বাংলাতে কিভাবে উন্নয়ন হবে তার চিত্র প্রস্তুত কেন্দ্রীয় বিজেপির কাছে বলে স্পষ্ট জানান তিনি।
প্রতিবেদনে-অনির্বান