একি বৃন্তে দুটি কুসুম । ABP আনন্দ আর বিশ্ব হিন্দু পরিষদ । হ্যা সত্যিই সামনে আসলো এমনি চাঞ্চল্যকর তথ্য যেটা দেখার পর চলতি মিডিয়ার ওপর থেকে আপনার আস্থা উড়ে যাবে । কথায় বলে মানুষের দুটো দিক থাকে সেরকমই যে জন জনসমক্ষে এবিপি আনন্দ হয়ে এগিয়ে থাকে , এগিয়ে রাখে স্লোগান দেয় সেই লোকচক্ষুর আড়ালে চালায় বিশ্ব হিন্দু পরিষদের ফেসবুক পেজ । এবিপি আনন্দ র ভেরিফায়েড মূল যে ফেসবুক পেজ সেই পেজ ই পরিচালনা করে বিশ্ব হিন্দু পরিষদের ফেসবুক পেজ ও । অবাক হলেও সত্যি এই ঘটনা সামনে এসেছে । তবে এই ঘটনা আজকের না । গ্রুপ হিস্ট্রি থেকে প্রাপ্ত গ্রুপটিও এই পেজের মাধ্যমেই খোলা । এখনও এই ঘটনা ফেসবুক বিশ্ব হিন্দু পরিষদের পেজ গুলোতে গেলেই চাক্ষুষ দেখা যাবে । লোক চক্ষুর আড়ালে এই কারবার চালানো হচ্ছিল 2018 থেকেই আর টিভির পর্দায় ভালো মানুষ অসাম্প্রদায়িক সেজে ভালো ভালো কথা বলা হচ্ছিল । এই ঘটনা আসলে সমস্ত মিডিয়ার সাথে সমস্ত রাজনৈতিক দলের যে গোপন আঁতাত , এমন কি মমতার সাথে মোদীর ! এমনকি মোদীর সাথে কংগ্রেসের , গোটা টাকেই খোলসা করে ।
আমরা তো শুধু সিনেমা দেখছি যেটা দেখানো হচ্ছে আমাদের । ফিল্ম মেকার রা এক টেবিলে বসে চা খেতে খেতে আমাদের সেটা দেখাচ্ছে । আহারে ! মানুষ কে ধোকা দেবার কতরকম কৌশল ! স্বপ্নেও ভাবতে পারে কেউ ! এই ঘটনা সামনে আসতেই হুলুস্থূল পড়ে যায় সোশ্যাল মিডিয়া তে । অবশ্য এখনও এবিপি কতৃপক্ষের থেকে কোনো স্টেটমেন্ট সামনে আসেনি । সাধারণ মানুষ এবিপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছে সর্বত্র । আগামী দিনে হয়ত রাস্তায়ও নামবে তারা । তাদের স্লোগান হবে মানুষ কে বোকা বানানো ভন্ড মিডিয়া ! দূর হটো ! হয়ত গলা মেলাতে হবে আমাদের ও ।
প্রতিবেদনে – শশাঙ্ক পাল