কোভিড আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে পরস্পরবিরোধি বার্তা দিচ্ছে হোয়াইট হাউস সংস্থা।
গতকাল মার্কিন প্রেসিডেন্টের সরকারি চিকিৎসক শন কোনলি জানান , ট্র্যাম্পের স্বাস্থ্য নিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট , বৃহস্পতিবার তাঁর সামান্য সর্দি কাশি ছিল , এখন সেসব সেরে যাবার মুখে , তাঁর অবস্থার উন্নতি হয়েছে।
তবে সেই দাবি নস্যাৎ করে হোয়াইট হাউস জানিয়েছে , ট্রাম্পের অবস্থা গুরুতর , আগামী ৪৮ ঘন্টা সংকটজনক হতে চলেছে । এইদিন হোয়াইট হাউস বিবৃতি দেয় তা হল গত ২৪ ঘন্টায় প্রেসিডেন্টের অঙ্গ প্রতঙ্গের অবস্থা গুরুতর হয়ে পড়েছে। কবে তিনি সুস্থ হয়ে উঠবেন তা স্পষ্ট নয় ।
আরো জানা গেছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট কে ভর্তিকরা হয় ওয়ালটার রিড মেডিক্যাল সেন্টারে ,তাঁর আগে তাঁকে অক্সিজেন দেওয়া হয়।