ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় আর কোনওরকম দেরী নয়। ৪ অক্টোবরেই পরীক্ষা হবে বলে জানাল শীর্ষ আদালত। দেশজোড়া এই কোভিড পরিস্থিতি এবং দেশের বিভিন্ন জায়গায় বন্যার প্রসঙ্গ টেনে সিভিল সার্ভিসের প্রিলিমস পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। এবং আরও জানানো হয়েছিল চলতি বছর এবং আগামী বছরের পরীক্ষা যাতে একসঙ্গে নেওয়া হয়। ওই মামলার শুনানিতে বিচারপতি এম খানওইলকর, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কৃষ্ণা মুরারির বেঞ্চ জানিয়ে দেয়, পরীক্ষা হবে নির্ধারিত দিনেই। কেন্দ্রকে পরামর্শ দিয়ে বিচারপতিরা বলেন, এই বছর যাঁরা শেষবারের মতো পরীক্ষা দিচ্ছেন, তাঁরা যদি করোনার কারণে পরীক্ষা দিতে না পারেন, তাহলে তাঁদের সুযোগ করে দেওয়া হোক আরও একবার। পরীক্ষা পেছনোর আবেদন জমা পড়ার পর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন শীর্ষ আদালতকে জানায়, পরীক্ষার জন্য তারা সবরকম সতর্কতামূলক ব্যবস্থাই নিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে পরীক্ষা পিছনো সম্ভব নয়। সুতরাং নির্দিষ্ট দিনেই নেওয়া হোক