উনিশ এর লোকসভা ভোটে জঙ্গল মহলের সব কটা আসনেই পিছিয়ে পড়েছিলেন মা মাটি মানুষের দল ! একদিকে বিজেপির ” একুশে সাফ ” এর জিগির অন্য দিকে রাজ্যে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত দুটোই এখন একুশে ভোটের আগে দুঃস্বপ্নের কারণ মুখ্যমন্ত্রীর l
একসময় মাওবাদী ঘেঁষা ছত্রধর মাহাতো কে দলে টেনে তিনি জঙ্গল মহল পুনর্দখল এর স্বপ্ন কেই জোরালো করেছেন l আগামী ভোটে যে তিনি জঙ্গলমহল কে বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে দেখতে চান তা বোঝাই যায় l আপাতত ছত্রধর মাহাতো কে রাখা হয়েছে তৃণমূল এর রাজ্য কমিটি তে l কিন্তু একসময় নকশাল পন্থী বলে পরিচিত ছত্রধর এর বক্তব্য জল্পনা বাড়িয়েছে l তিনি জানিয়েছেন তিনি জেলার দায়িত্বেই থাকতে চান আগামী দিনে l একুশে নির্বাচনের জন্য তিনি জেলার হয়েই জেলার মানুষের মধ্যে কাজ করতে চান l তাই তিনি দলের এই সিদ্ধান্তে অখুশি ! তিনি আরো জানিয়েছেন জেলার মানুষ তাকে ভালোবাসে এবং তাকে নেতা হিসেবে পেতে চেয়েছিলো l ছত্রধর এর বক্তব্যে তিনি 2008 থেকেই তৃণমূল এর সঙ্গে রয়েছেন এবং কাজ করতে চেয়েছেন দলের নীতি মেনে l একসময় বাম বিরোধী জোটে তৃণমূল এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টলিয়ে দিয়েছিলেন বুদ্ধ বাবুর সরকার l এখন তিনি জঙ্গল মহলের মানুষ দের মধ্যেই কাজ করতে চান l জঙ্গল মহলের মানুষ কে তৃণমূল মুখী করে তোলাই তার লক্ষ্য বলে জানিয়েছেন l জঙ্গল মহলে প্রায় পঁয়ত্রিশ শতাংশ কুর্মি সম্প্রদায় এর মানুষ রয়েছেন, দেশের এই রাজনৈতিক টালমাটাল এর পরিস্থিতি তে তিনি গোটা সংখ্যা টা কেই তৃণমূলের দিকে নিয়ে আসতে চান , অবশ্য দলের সিদ্ধান্তের ওপর তার পুরোপুরি আস্থা আছে এবং দল যা সিদ্ধান্ত নেবে তিনি মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন l একুশের ভোটে জঙ্গল মহলে ভালো ফল করাই মমতা ব্যানার্জির লক্ষ্য ! আগামী দিনে তৃণমূল একসময় নকশাল পন্থী বলে পরিচিত ছত্রধর কে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে পারে কিনা সেটা দেখার বিষয় !