এ যেন পিসি সরকারের ম্যাজিক। যেভাবে ম্যাজিকে মেয়েদের দু’টুকরো করে দেওয়ার খেলা দেখানো হয় সেরকমই রিয়াকে দু’টুকরো করা হচ্ছে। ‘ম্যাজিসিয়ান কি মেয়েটিকে হত্যা করে ফেললেন?’ বড় বড় করে শিরোনাম দেওয়া হয়েছিল ইংল্যান্ডের খবরের কাগজে? বিবিসি–তে চলছিল পিসি সরকারের ম্যাজিক শো। একটি মেয়েকে তিনি দু’টুকরো করে ফেললেন লক্ষ লক্ষ দর্শকের সামনে। সারা বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছিল ভয়ানক আতঙ্ক। শো শেষ হতেই কোটি কোটি ফোন আসতে থাকে বিবিসি–তে। ‘মেয়েটা কি সত্যিই মারা গেল?’ না মেয়েটি মারা যায় নি। কিন্তু দর্শকদের চোখে শুধু ভাসছিল ওই ছবিটাই। একটি মেয়েকে দু’খণ্ড করে দেওয়া হল। এই প্রসঙ্গ তুলে টুইঙ্কেল খান্না বললেন, ‘লক্ষ লক্ষ দর্শকদের সামনে কেটে দু’টুকরো করা হল রিয়াকে। তার যে টি-শার্টে ‘স্ম্যাশ প্যাট্রিয়ার্কি’ কথাটি লেখা ছিল, তার মধ্যে দিয়ে দু’টুকরো করা হল। কোটি কোটি দর্শকের সামনে তছনছ করা হল তাঁর জীবনটাকে। ক্যামেরা বন্ধ হলে এই ম্যাজিসিয়ানরা নিজেদের কী জবাব দেন? অবাক লাগে আমার। তাঁদের কাছে কি এটা কেবল মাত্র ‘কোল্যাটারাল ড্যামেজ’? শুধুমাত্র দর্শক টেনে টিআরপি বাড়ানোর জন্য একটা জীবনকে ধ্বংস করে দেওয়া হল!’
টাইমস অফ ইন্ডিয়ার কলামে তিনি সুশান্তের মৃত্যুতদন্ত ও ‘মিডিয়া ট্রায়াল’ বিষয়ে লিখতে গিয়ে এই কথাটি লিখেছেন। এমনকি তিনি দেশের রাজনৈতিক প্রভাবশালী মানুষদের স্বার্থলোভী স্বভাবের কথা বলতেও ছাড়লেন না। সেই মানুষগুলোরও সমালোচনা করলেন, যাঁদের হয়ে মাঝেমধ্যেই তাঁর স্বামী অক্ষয় কুমারকে প্রচারে দেখা যায়।
প্রতিবেদনে- তানভি সুলতানা