পাঁশকুড়ার রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েত থেকে এক অভিযোগ উঠে এসেছে, এক জনের নামে বাড়ি তৈরির বরাদ্দ টাকা, কিন্তু একই নামের অন্যজনকে সেই টাকা পাইয়ে দেয়ার অভিযোগ আসে উপপ্রধানের ওপর। টাকা চাইতে গেলে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় উপপ্রধান। উপপ্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে।
রাধাবল্লভচক গ্রামের বাসিন্দা শেখ আমজেদ আলি, পিতা শেখ মুর্শেদ আলি, তার দাবি ২০১৭- ১৮ অর্থবর্ষে বাংলা আবাসযোজনা প্রাপ্ত তালিকায় তার নাম আসে। বছর দেরেক আগে ১০ হাজার টাকা বাড়ি রেজিশনের নাম করে উপপ্রধান শেখ হায়াতুল্লা নেন বলে অভিযোগ করেন আমজেদ আলি। তিনি আরো অভিযোগ করেন, আবাসযোজনা তালিকায় তার নাম আসে, কিন্তু নাম না আসা তারই নামের আর এক ব্যাক্তিকে আবাসযোজনার টাকা পাইয়ে দেয় উপপ্রধান।
আমজেদ আলি দাবি করেন, যিনি টাকা পেয়েছেন তার বাবার নাম শেখ খুরশেদ আলি। বাড়ি তৈরি করা টাকা না পাওয়ার জন্য উপপ্রধানের কাছে যান তিনি, এবং উপপ্রধানকে দেওয়া টাকা ফেরত চান, সেই টাকা চাওয়ার জন্য তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমজেদ আলি এখন তার পরিবারকে নিয়ে মাটির বাড়িতে দিন কাটাচ্ছেন। উক্ত ঘটনাটির বিহিত চেয়ে পাঁশকুড়ার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়।
পাঁশকুড়ার বিডিও ধেনধুপ ভুটিয়া কাছে থেকে জানা যায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন, এই নিয়ে তদন্ত করা হচ্ছে। এবং বাড়ির জন্য বরাদ্দ টাকা পাওয়ার আগে যে রেজিশন হয় তাতে কোনো টাকা লাগে না। এই বিষয়ে আমরা গ্রামের উপপ্রধান শেখ হায়াতুল্লাকে আমরা ফোন করেছিলাম, কিন্তু তিনি ফোন ধরেননি।
তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ আশায় দলের পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তি জানায় যে যদি এই ঘটনাটি সত্য হয় তাহলে অভিযুক্ত হায়াতুল্লার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক। এই বিষয়ে দল থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না।
প্রতিবেদনে-দেবিকা