বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের অন্দরে ভাঙন যেন তীব্র হচ্ছে। কিছুদিন ধরেই কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীকে নিয়ে চলছিল তৃণমূলের অন্দরমহলে বিতর্ক। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তিনি একের পর এক ফেসবুক পোস্টে কয়েকদিন আগেই। এই বিতর্কের পরেই দলের সাথে দূরত্ব বাড়ে তার। একি রকম ভাবে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের শীলভদ্র দত্তও।
কিন্তু এবারে মিহির গোস্বামী সাফ জানিয়ে দিলেন তৃণমূলে কোনোভাবেই আর ফিরে যাচ্ছেন না তিনি।
কিন্তু বিজেপিতে যাচ্ছেন বলে এখনো স্পষ্ট ভাবে জানাননি তিনি। অন্যদিকে বললেন অমিত শাহ যদি ডাক দেন তাহলে অবশ্যই যেতে পারেন।ন দিন পরে বাড়ি ফিরে এরকমই বক্তব্য রাখলেন তিনি।
দুর্গাপূজার পরপরই তার বাড়িতে আসেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। দাবী করেন যে বিজয়ার শুভেচ্ছা জানাতেই আসা।
তাদের দুজনের ইতিহাস একসময় একি রাজনৈতিক দলেই ছিলো, সেই সূত্রেই।
একসাথে চলে বন্ধ দরজার পিছনে দীর্ঘক্ষণ বৈঠকও।
এরপরেই কয়েকদিন আগে ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে প্রশান্ত কিশোরকে আক্রমণ করা শুরু করেন মিহির বিশ্বাস।
এই কারণেই তার বিজেপিতে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।
ইদানিং তার সুরে সুর মিলিয়েছেন তৃণমূলের আরেক বড়ো নাম শীলভদ্র দত্তও।
প্রতিবেদনে-শশাঙ্ক