ভোটের কাজে নামার আগে ভগবানের আশীর্বাদে আস্থা রাখছেন অনেক প্রার্থীই। কিন্তু মন্দিরে পূজো দিতে গিয়ে বিরোধী প্রার্থীর সাথে দেখা হয়ে যাওয়ার নজির খুব কম।আজ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখোমুখি সল্টলেকের প্রধান দুই দলের রাজনৈতিক মুখ। আজ বি ব্লকে শ্যাম বাবা নিশান যাত্রার অনুষ্ঠানে হাজির ছিলেন সল্টলেকে তৃণমূলের বিধানসভা ভোটের প্রার্থী সুজিত বোস এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী সব্যসাচী দত্ত। সুজিত বোস আজ মন্দিরে পূজো দিতে ঢুকলে বাইরে এসে পৌঁছান সব্যসাচী দত্ত তার দল নিয়ে। শুরু হয় জয় শ্রী রাম স্লোগান।
এরপরেই মন্দির থেকে বেরিয়ে যান সুজিত বোস এবং ভিতরে প্রবেশ করেন সব্যসাচী দত্তর লোকজন। এই নিয়ে সুজিতের বক্তব্য, “মন্দিরে তারা সবাইকে আমন্ত্রণ জানাতে পারে, সবাই সেখানে আসতে পারেন , আমি আমার মতো এসেছি আর কেউ আসলে সেটা তার ব্যাপার। “। অন্যদিকে সব্যসাচী জানান, ” গত বছর থেকে মন্দিরে এই অনুষ্ঠান শুরু হয়েছে। গতবারও এসেছিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। “
প্রতিবেদনে-অনির্বান