লোকসভা তে কৃষি বিল পাস হওয়ার পর এই রবিবার রাজ্যসভাতেও পাস হয়ে গেল কৃষি বিল ।এবং তা নিয়েই শুরু হল তুমুল বিক্ষোভ। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী হারসিমিত কৌর পদত্যাগ করেন এই বিলের বিরুদ্ধে ।তবে তার ফল হয় নি কিছুই।
গতকাল রবিবার বিল পরিণত হলো নীতি তে।তারই বিক্ষোভ সরব হলেন পাঞ্জাব , হরিয়ানা ও ছত্তিশগড় এলাকার হাজার হাজার কৃষক।
রবিবার রাজ্যসভায় এই বিল পেশ করা হলে , ওঠে চরম গোলযোগ।এই বিলের বিরুদ্ধে সরব হন বিরোধী দলেরা।তবে ধ্বনি ভোটের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠতা পেলে পাস হয় বিল টি।
কৃষকদের বক্তব্য এই বিল কার্যকরী হলে কৃষিক্ষেত্রে প্রবল অর্থনৈতিক ধাক্কা খাবে কৃষক রা।লাভ হবে শিল্পপতি ও মজুতদার দের।
তাই কৃষক স্বার্থে করোনা অগ্রাহ্য করে পথে নামে কৃষক রা।চলে স্লোগানিং।প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয় ক্ষমতা ধারী দলের বিরুদ্ধে।
প্রথমে অর্ডিন্যান্স জারি করায় এই বিলে কোনো কোনো নিরপেক্ষ পর্যালোচনা করা হয় নি। সুষ্ঠ নিরপেক্ষ আলোচনার দাবি জানায় কৃষকেরা।
প্রতিবেদনে-সোহেল সারওয়ার