২৩ শে মার্চ কলকাতার বুকে ঘটেছিল প্রথম কোভিড মৃত্যু তারপর থেকে এই মৃত্যু মিছিল ছড়িয়ে গেছে সারা রাজ্যে।এখন সরকারি হিসেবে রাজ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে 4000 ।অর্থাৎ বিগত ছয় মাসে ,প্রতি মাসে গড়ে 666 জন করে মানুষ মারা গিয়েছেন এই সংক্রামক জীবাণুর কারণে।
এই করোনা সংগ্রামে আরও এক খ্যাতনামা নাম যুক্ত হলো গতকাল সন্ধ্যায়।
এবার করোনা র নাগপাশে জড়িয়ে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা দলের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রের স্ত্রী ঊষা মিশ্র। গুরুতর অবস্থায় মঙ্গলবার তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর দুপুরে তাকে আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। আইডি হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে কয়েকদিন ধরেই উপসর্গ দেখা যাচ্ছিল ঊষা মিশ্রের, পরে করোনা টেস্ট হলে তার রিপোর্ট পজিটিভ আসে ।শ্বাসকষ্ট বাড়তে থাকে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকলে তাকে ভর্তি করা হয়। আইডি আধিকারিক জানিয়েছেন মঙ্গলবার দুপুরে অসুস্থতার পাশাপাশি শ্বাসকষ্ট রয়েছে। আপাতত এইচ ডি ইউ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ঊষা মিশ্রকে। তার অবস্থা এখন স্থিতিশীল।
অন্যদিকে কোভিড কেড়ে নিল কলকাতার আরো দুই কৃতি মানুষকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান তথা কলা বিভাগের প্রাক্তন ডিন শুভাশিস বিশ্বাস ছেড়ে চলে গেলেন করুনার আক্রমণে। অন্যদিকে আরও মারা গেলেন আরজিকর হাসপাতালের বিশিষ্ঠ চিকিৎসক হিরন্ময় ভট্টাচার্য।
প্রতিবেদনে-সোহেল সারওয়ার