অরণ্যাভ দেবনাথ: নিজের থেকে বেশি বয়সের মেয়েকে পরিবারের সম্মতিতে বিয়ে করতে চেয়েছিল বছর পনেরাের যুবক। খবর পেয়েই রুখে দিল পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের পশ্চিম মামুদপুরের পনেরাে বছরের আজগার মােল্লা সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল মালদার বাসিন্দা বছর পঁচিশের যুবতীর। বিয়ে প্রস্তুতিও সম্পূর্ণ। শুক্রবার সকাল থেকেই আশীর্বাদ মেহেন্দি সম্পূর্ণ। এদিন মেয়ে ও তার পরিবারের সদস্যরাও হাজির ছেলের বাড়িতে, কারণ লকডাউনের জেরে সব অনুষ্ঠান একই সঙ্গে হবে। বিয়ের প্যান্ডেল থেকে দুপুরের খাবারের মেনু সম্পূর্ণ। একে একে আত্মীয় স্বজনের ভিড় জমাতে শুরু করে ছিল।
পরে হিঙ্গলগঞ্জ থানা ও হিঙ্গলগঞ্জ বিডিওকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের আসরে উপস্থিত হন।
চাইল্ড লাইন, পুলিশ ও বিডিওর উপস্থিতিতে বিবাহ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। দুই পরিবারের সদস্যদের আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
পাত্রের বাবা এসকেন্দার গাজি ও মা আসমা বিবির কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। মুচলেকায় তারা জানান, যতক্ষণ না পর্যন্ত তাদের ছেলে সাবালক না হবে, তাদের ছেলেকে বিয়ে দেবেন না। এই প্রতিশ্রুতি নেওয়ার পরে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।