গণ কবিয়াল গুরুদাস পাল এর গানে আছে,”স্বভাব তো কক্ষনো যাবেনা “! এই কথা যে রাজ্যের শাসক দলের জন্য কতটা প্রযোজ্য তা আরো একবার প্রমান হয়ে গেলো হাতে নাতে। এদিক সেদিক থেকে ছোট খাটো চুরি, কাটমানি খাওয়া বা ত্রাণের সামগ্রী লোপাটের কেলেঙ্কারি আগেই সামনে এসেছে। এবারে এবছর রাজ্য সরকারের ক্লাব গুলোকে দেওয়া পূজোর জন্য পঞ্চাশ হাজার টাকার অনুদানও বাদ গেলোনা তৃণমূল কর্মীদের চৌর্যবৃত্তির হাত থেকে।
পূজোর টাকা ঢুকেছে স্থানীয় তৃণমূল নেতার একাউন্টে, অথচ সেই টাকা পাননি পূজো কমিটির কেউ !
উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার অধিবাসীরা গ্রামের একমাত্র পূজোকে কেন্দ্র করে এমনি অভিযোগ করেছে।
মালিপোতা গ্রামের ভবানীপুর বারোয়ারী পূজো কমিটির সম্পাদক মনোতোষ রায়, সভাপতি ভাসান রায়, কোষাধ্যক্ষ খোকন রায় অভিযোগ করেন তাঁরা পূজো কমিটির জন্য অনুদানের টাকা হাতেই পাননি এখনো পূজো শেষ হতে চললেও। এই নিয়ে থানায় যোগাযোগ করলে জানা গেছে তাদের কমিটি পূজোর টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে নাকি। সেই টাকা পৌঁছেছে স্থানীয় তৃণমূলের নেতা তথা বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য রাজা রামমোহন সর্দারের একাউন্টে। অথচ দূর্গা পূজোর নবমী পেরিয়ে গেলেও সেই টাকা পূজো কমিটির হাতে তুলে দেওয়ার কোনো নাম গন্ধই নেই তার।
উল্টে পূজো কমিটির তরফ থেকে অভিযোগ মালিপোতা অঞ্চল যুব তৃণমূল সভাপতি কঙ্কন হালদার পূজো কমিটির উদ্যোক্তা দের জানান এবছর কমিটির কাগজ পত্র ঠিক না থাকার কারণে নাকি টাকা পাবেন না তাঁরা। এই টাকা পেতে পাবেন সামনের বছর।
এ সম্পর্কে মালিপোতা অঞ্চলের তৃণমূল সভাপতি দীপক ঘোষের সাথে যোগাযোগ করলে তিনি পূজো কমিটির সব অভিযোগ সত্য বলেই জানিয়েছেন। তিনি আরো বলেন, চেক নেওয়ার দিন বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য রাজা রামমোহন সর্দার ও মালিপোতা পঞ্চায়েত সদস্য কঙ্কন হালদার উভয়ে ই একসাথে সই করেন। তাছাড়া মালিপোতা পঞ্চায়েত প্রধান আস্মাতারা মন্ডলের স্বামী আবজাল মন্ডল নবমীর দিন সকালে এসে পূজা কমিটির মেম্বারদের ভোটার কার্ড ও আঁধার কার্ড নেন পরেরবছর থেকে অনুদানের টাকা পাওয়ার জন্য।
এই ঘটনায় ভালোই ক্ষোভ প্রকাশ করেছেন পূজো কমিটির সদস্যরা।
যে টাকা পূজো কমিটির প্রাপ্য, সেই টাকা নিয়ে এরকম ছিনিমিনি খেলার কারণ জানতে চেয়েছেন তারা।
এ ব্যপারে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলতে চাইলে তিনি জানান “এটা নিয়ে তিনি কিছু বলতে চান না, এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যপার”।
এই নিয়ে বারাসাত বিজেপি সাংগঠনিক জেলার নেতা অমৃতলাল বিশ্বাস তৃণমূল নেতা দের কড়া সমালোচনা করে বলেছেন তৃণমূল সব বিষয়েই কাটমানি খাচ্ছে। দোষীদের কঠোর শাস্তির দাবিও করেন তিনি।
প্রতিবেদনে- শশাঙ্ক