প্রমোটারকে বাড়ির জায়গা লিখে না দেওয়ার ঘটনায় এক আদিম বর্বরতার সাক্ষী হয়ে থাকলো পাটুলি।
কি সেই বর্বরতা? জানা যাচ্ছে,ওই পাটুলিতে এক বেশ ক্ষমতাশালী রাজনৈতিক মদতপুষ্ট প্রোমোটার এক দম্পতির সম্পত্তি বহুদিন ধরেই কুক্ষিগত করার আশায় তাদের নিজেদের বাড়ি ছেড়ে দিতে জোর দেন। কিন্তু ওই দম্পতি তাতে রাজি হয় না কোনোবারই। তারপরই গতকাল ওই পরিবারের স্বামীটি সকালবেলায় কাজে বেরিয়ে গেলে পর গৃহবধূ কে একা পেয়ে তাকে বিভৎস মারধর করার পর বিবস্ত্র করে প্রায় কয়েক মিনিট রাস্তায় দাঁড় করিয়ে রাখলো ওই প্রোমোটারের দ্বারা পাঠানো গুণ্ডাবাহিনী।
স্থানীয় সূত্রে খবর, ওই গুণ্ডাবাহিনীর মধ্যে ছিলো ওই প্রোমোটারের নিকট এক বান্ধবী এবং ওই বান্ধবীর মদতপুষ্ট স্থানীয় গ্রামের মহিলারা।
এদিকে সন্ধ্যে ৬ টায় স্বামী ঘরে ফিরে এলে গৃহবধূ তাঁকে সমস্ত ঘটনার কথা জানাতে তিনি তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে যান। কিন্তু রাজনীতির কাছে হেরে যাওয়া পুলিশ স্টেশনে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় একটা এফ আই আর লেখাতে। অবশেষে মধ্যরাতে পুলিশ তাঁদের অভিযোগ নেন। কিন্তু তা সত্বেও এখন সঙ্গত কারণেই আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই দম্পতি।
প্রতিবেদনে-অনির্বান