হাসপাতালের মর্গ থেকে ধাপা , সেখান থেকে থানা পরিবারের সদস্যের দেহের সন্ধানে এভাবে একপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুটেছেন এয়ারপোর্ট এলাকার ঘোষ পরিবার।
কিন্তু কোনো লাভ হয়নি। মঙ্গলবার, মৃত্যুর প্রায় ২ মাস পর করোনায় মৃত প্রশান্ত ঘোষের দেহ মিলল অবশেষে । কলকাতা মেডিক্যাল কলেজের মর্গ থেকে উদ্ধার হলো দেহ।
এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের পরিবারের সদস্যরা।
ঘটনার সুত্রপাত জুলাই মাসের শুরুতে । করোনা উপসর্গ থাকায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় প্রশান্ত ঘোষকে । নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ এলে , তাঁর পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ১৭ই জুলাই তাঁর মৃত্যু হয়। কোয়ারেন্টাইন থেকে ফেরার পর তাঁর পরিবার প্রশান্ত বাবুর দেহ খুঁজে পাননি বলেই অভিযোগ। একাধিকবার মেডিক্যাল কলেজ যান তাঁরা। এরপর হাসপাতাল থেকে জানানো হয় ধাপের মাঠে সন্ধানের জন্য , সেখানেও জানানো হয় প্রশান্ত ঘোষ নামের কোনো ব্যাক্তির দেহ দাহ করা হয়নি এখানে।
অবশেষে কী করবেন বুঝতে না পেরে বউবাজার থানায় লিখিত অভিযোগ করেন মৃতের পরিবার। থানার তরফ থেকে আবার তাঁদের মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ওয়ার্ড মাস্টার , রেকর্ড রুম সকলের দ্বারে দ্বারে ঘুরেও কোনো লাভ না হওয়ায় সুপারের কাছে লিখিত অভিযোগ জানান, এরপর নড়েচড়ে বসে হাসপাতাল। খোঁজ শুরু হতেই দেহ পাওয়া যায়হাসপাতালের মর্গ থেকে। দেহ হাসাপাতালের মর্গে থাকা সত্ত্বেও এভাবে একটা পরিবারকে হেনস্থা হতে হলো কেনো অনেকেই এই প্রশ্ন তুলেছেন।
প্রতিবেদনে-তানভি সুলতানা