আবারও রাজ্যে অপহরণের পর মুক্তি পণ দাবী করে না পেলে অপহৃত কে খুনের ঘটনা ঘটলো রাজ্যে। কয়েকদিন আগেই এক অষ্টম শ্রেণীর ছাত্রের সাথে ঘটেছিলো এমনি নারকীয় পরিনাম। এবারে আলিপুরদুয়ারে অপহৃত যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ, এই ঘটনায় শুক্রবার অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ প্রতিবেশীরা।
সিংহানিয়া চা বাগানের বাসিন্দা ঐ মৃত যুবকের নাম ইন্দরদেব সুরি , বয়স ২১। পরিবারসুত্রে জানা গেছে , বৃহস্পতিবার সন্ধেয় তাঁকে বীরপাড়া থেকে অপহরন করা হয়।
পরে বাড়ির লোকের অভিযোগ পেয়ে রাত ২ টো নাগাদ খয়েরবাড়ির জঙ্গল থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় জাকির হোসেন , আয়ুষ্মান লোহার ও শাহাবাজ আলি নামক তিন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে যুবককে অপহরন করে প্রায় ১০ লাখ টাকা মুক্তিপন চেয়েছিল অভিযুক্তরা, কিন্তু পুলিশকে খবর দেওয়ায় তাঁকে খুন করেছে বলে অনুমান। ঘটনা সামনে আসলে বিপুল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। অভিযুক্ত রা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আরো কেউ এই ঘটনার সাথে যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
প্রতিবেদনে- তানভি সুলতানা