আবারও তাকে নিয়ে হওয়া সব জল্পনার আগুনে ধুনো দিয়ে,নাটক জিইয়ে রাখলেন শুভেন্দু অধিকারী! আজকের সাংবাদিক বৈঠক বাতিল করলেন তিনি। মন্ত্রিত্ব ত্যাগ এবং তৃণমূল নেতাদের সাথে বৈঠকের পরেও মুখ খুলতে দেখা গেলোনা তাকে।
বাংলার রাজনীতিতে চর্চার কেন্দ্র বিন্দুতে থাকার জন্যই কি নাটক দীর্ঘায়িত করতে চাইছেন শুভেন্দু ! এই নিয়ে শোরগোল উঠেছে রাজনৈতিক মহলের।
শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তৃণমূলের নেতা কনিস্ক পান্ডার মুখ থেকেই জানা গিয়েছিলো আজকে সাংবাদিক বৈঠকের কথা।
“দল ছাড়েন নি, দলেই আছেন, তাড়িয়ে দিলে চলে যাবেন ” এও বলে ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ কনিস্ক পান্ডা।
আজকের সাংবাদিক বৈঠকেই সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের মনোবাঞ্ছা স্পষ্ট কথায় প্রকাশ করবেন এমনটাই আশা করেছিলেন সকলে।
কিন্তু তা হলোনা। সাংবাদিক বৈঠক বাতিল করে টিভি সিরিয়ালের মতো আরো দীর্ঘায়িত করলেন নিজের রাজনৈতিক ক্লাইম্যাক্স শুভেন্দু।
তার অনুচর কনিস্ক পান্ডা জানিয়েছেন, তিনি সাংবাদিক বৈঠক করবেন যেদিন জানাবেন। দক্ষিণ কলকাতার কোনো একটি জায়গাতেই বলতে পারেন শুভেন্দু এমনি জানান তার অনুচর কনিস্ক পান্ডা!
প্রতিবেদনে-শুভেন্দু