শুভেন্দু অধিকারীর বিজেপিতে পদার্পনের পরেই তাকে জেড ক্যাটাগরির সুরক্ষা দিয়ে মুড়ে দিয়েছে কেন্দ্র । এবার সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রীকে নিরাপত্তা দিয়ে ঢেকে দিলো রাজ্য সরকার। তাকে সরাসরি রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে । তার সবসময়ের জন্য থাকছে তিনজন অস্ত্রধারী দেহরক্ষী। দুজনের হাতে থাকছে নাইন এম এম পিস্তল। একজনের হাতে থাকছে এ কে 47। বড়জোড়া তে সুজাতার নিজস্ব বাড়িতেই মোতায়েন করা হয়েছে তিনজন কনস্টেবল ও একজন এস আই সবসময়ের জন্য । সম্প্রতি সুজাতা জানিয়েছিলেন যে তিনি নিজের নিরাপত্তা সম্মন্ধে সন্দিহান তাই। সেই কারণেই রাজ্যের পক্ষ থেকে তাকে এই পরিমান নিরাপত্তার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো।
সম্প্রতি পূর্বস্থলীতে সভা করেছেন শুভেন্দু ও দিলীপ।
এবার সেই পূর্বস্থলী তেই পাল্টা সভা করতে চলেছে সুজাতা মন্ডল খাঁ ও কুনাল ঘোষ! এই সভার আগেই এতো জোরালো ভাবে নিরাপত্তায় ঘিরে ফেলা হলো কেনো বিজেপির সংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ কে! অনেকে মনে করছেন তার প্রাণের ঝুঁকি ও রয়েছে বিজেপি ছেড়ে সরাসরি তৃণমূলে যোগ দেবার কারণেই ! সোশ্যাল মিডিয়াতে বিজেপি সমর্থক দের কাছ থেকে ইতিমধ্যেই এসে পৌঁছেছে কটু ভাষায় আক্রমণ ! তাহলে কি হামলার আশঙ্কা রয়েছে। এই কারণেই কি সুরক্ষা বলয়েতে ঘিরে দেওয়া হলো সুজাতা কে।
প্রতিবেদনে-অনির্বান