কিছুক্ষন আগে অবধি গোটা বাংলার মানুষ চোখ রেখেছিলো বেলভিউ ক্লিনিক এর আপডেটের দিকে ! প্রার্থনা করছিলো প্রিয় অভিনেতার সুস্থতার জন্য। আশা ছিলো ভালো খবর আসবে। কিন্তু আসলো সবার মন ভেঙে দেওয়া এক খবর। সত্যিই সবাইকে ছেড়ে চলে গেলেন প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার এই খবর তার ভক্ত দের মনে যেন শেল হয়ে বিঁধলো উৎসবের মাঝখানে। গত চল্লিশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বেলভিউ ক্লিনিকে সৌমিত্র বাবু। ডাক্তাররাও চেষ্টার ত্রুটি রাখেননি, কিন্তু শেষ রক্ষা সম্ভব হলোনা। কাল রাত থেকেই তার অবস্থা অত্যন্ত সংকট জনক ছিলো। বেলা বারোটা পনেরো মিনিটে চিকিৎসকরা জানিয়েছেন এই দুঃসংবাদ।
এই খবর পাওয়া মাত্রই বেলভিউ ক্লিনিকে ছুটে গেছেন রাজ্যের নানান মন্ত্রী। এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল ঘোষ ।মুখ্যমন্ত্রীও আসছেন ব্যবস্থাপনার জন্য। সৌমিত্র বাবুর আত্মীয়রাও এসে গিয়েছেন। এসেছেন টলিউডের একাধিক তারকারা। রয়েছেন ঋদ্ধি, কৌশিক সেন, রাজ চক্রবর্তী ইতিমধ্যেই।
কিন্তু সকলের মাঝে সেই চির পরিচিত সদা হাসি মুখ,ফেলুদা আর নেই। জানা যাচ্ছে তার মৃতদেহ বেলভিউ থেকে গল্ফগ্রিনের বাড়ির পথে নিয়ে যাওয়া হবে দুটো নাগাদ, ৩:৩০ নাগাদ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে গান স্যালুট! সেখান থেকে কেওড়াতলা মহা শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হবে।
প্রতিবেদনে- শশাঙ্ক