আইএসএল চলাকালীন কেরালা ব্লাস্টার্স এর ডিফেন্সে গুরু দায়িত্ব পালন করে এবং প্রধান ডিফেন্সের কর্মকর্তা হিসেবে সকলের মন জয় করে আসছিলেন যিনি তিনি সন্দেশ ঝিঙ্গান। এবারে সত্যিই মোহনবাগানে সই করলেন তিনি। কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে-মোহনবাগানে সই করলেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। সূত্রের খবর, ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি হয়েছে ৫ বছরের। এমনকি ভারতীয় ফুটবলারদের মধ্যে সন্দেশ নাকি পেয়েছেন সবথেকে বেশি দর। এবারে তাঁর দর ঠিক করেছিলেন ৩ কোটি টাকা। অতটা না দেওয়া হলেও সন্দেশকে নাকি প্রায় ১০ কোটি টাকা দেওয়া হচ্ছে ৫ বছরের জন্য, এমনটাই ক্লাবসূত্রে খবর। অবশ্য এ ব্যাপারে এটিকে-মোহনবাগান বা সন্দেশের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও। তবে ক্লাবসূত্রে খবর, চুক্তি পাকা। এখন শুধু ঘোষণার অপেক্ষা। এর আগেও অনেকবার সন্দেশের যোগদান নিয়ে জল্পনা শোনা গিয়েছে। কিন্তু মোহনবাগান কর্তারা কোনওরকম বিবৃতি দেননি। চুক্তি হলে সবাই সবটা জানতে পারবেন এমনটাই যুক্তি ছিল ক্লাবের। তবে মোহনবাগানের হাঁড়ির খবর টুইট করে জল্পনা বাড়ান মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ স্বয়ং। গত ৯ সেপ্টেম্বর তিনি টুইট করে জানান, ‘‘সবুজ মেরুন সমর্থকদের জন্য ভাল খবর, তাঁরা পাঁচ বছরের চুক্তিতে পেয়ে যাচ্ছে সন্দেশ ঝিঙ্গানকে। ওয়াহ কী দারুণ সই!’
গুয়াহাটিতে জাতীয় শিবিরে থাকার সময় গত বছর সেপ্টেম্বর মাসেই চোট পান সন্দেশ। তারপর থেকেই তাঁকে পায়নি কেরালা। সে কারণেই চলতি মাসে কেরালা টুইট করে জানিয়ে দেয়, এবার আমাদের সঙ্গে নেই সন্দেশ, ওঁকে চাইছে ইস্টবেঙ্গল, হয়তো কলকাতাতেই দেখা যেতে পারে ওঁকে। কিন্তু সন্দেশের সঙ্গে এটিকে-মোহনবাগান কর্তারা যোগাযোগ রাখছিলেন শুরু থেকেই। তাদের কাছে এই নামী ডিফেন্ডারের দাবি ছিল তিন কোটি টাকা। তাই নিয়েই আলোচনা চলছিল। অবশেষে চুক্তি পাকা হয়েছে বলে খবর।
এদিকে অনেক চেষ্টা করেও সন্দেশকে পাওয়া যাবে না ধরে নিয়ে লাল হলুদ কর্তারা আরও তিন তারকার সঙ্গে কথা বলেছেন। সেই তালিকায় রয়েছেন নারায়ণ দাস, আনাস এথোডিকা, জেজে লালপেখুয়ারা। এদিকে নিজের চুক্তি নিয়ে চুপ ২৭ বছরের ঝিঙ্গানও। বাগান সূত্রে জানা গিয়েছে, দলের তরফে ঘোষণা না হওয়া পর্যন্ত নিজে কিছু বলছেন না সন্দেশ। কত তাড়াতাড়ি তাকে বাগানের জার্সি তে মাঠে নামতে দেখা যাবে, সেই নিয়ে চরম উত্তেজনার মধ্যে রয়েছেন মোহনবাগান এবং এটিকে ফ্যানেরা!
প্রতিবেদনে-তানভি সুলতানা