সেলিব্রিটিদের ওপর সাইবার ক্রাইম এর অত্যাচার নতুন বিষয় না। এর আগেও টলিউডে নানান অভিনেতার ওপর সাইবার অপরাধীরা থাবা বসিয়েছে। এবারে স্বনামধন্য ফেলুদা ওরফে সব্যসাচী চক্রবর্তীর নামেই হলো চূড়ান্ত সাইবার অপরাধ।
তার নামে তৈরি ফেসবুকে একাউন্ট বানিয়ে চরম অশ্লীল ছবি ছাড়া হচ্ছিলো এতদিন।
এই বিষয় নজরে পড়তেই লাল বাজারে সাইবার ক্রাইম ডিপার্মেন্টে অভিযোগ করেন সব্যসাচী।
এই ঘটনাটা সামনে আসে ৩০এ অক্টবর নাগাদ। আসলে সব্যসাচী চক্রবর্তীর কোনোদিনই কোনো ফেসবুক বা টুইটার একাউন্ট ছিলনা।
হঠাৎই এই একাউন্ট চোখে পড়ায় বিপদের আশঙ্কা গ্রাস করে তাকে। দেখা যায় দারুন অশ্লীল ছবি এতদিন তার একাউন্ট থেকে ছাড়া চলছিল। এমনকি তার নামে পেজ বানিয়ে ছাড়া চলছিল নানান বোগাস খবরের লিংকও।
১২ই নভেম্বর লালবাজারে করা হয় অভিযোগ।
এই নিয়ে বেশ লজ্জা বোধ করছেন সব্যসাচী।
তিনি অনুরোধ করেছেন যে এটা তার কীর্তি এটা যেন কেউ না ভাবেন।
কিছু অসৎ লোক যারা এই কাজ করছে তাদের কাছেও এটা বন্ধ করার জন্য অনুরোধ করেন তিনি। এই তদন্তের নিস্পত্তি এখনো হয়নি। আর কতবার এরকম সাইবার অপরাধীদের কাছে অপদস্থ হতে হবে এভাবে স্বনামধন্য মানুষ জন দের! মিলছেনা জবাব!
প্রতিবেদনে-শশাঙ্ক