সব জল্পনার অবসান! এবারে সত্যিই ড্রাগ যোগের জন্য রেহা চক্রবর্তীকে গ্রেফতার করা হলো আজ দুপুরে !
রেহার ভাই সৌভিক চক্রবর্তীকে আগেই গ্রেফতার করা হয়েছে। “নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ” তদন্ত শুরু করেছিল বলিউডে ড্রাগ যোগ নিয়ে। পরপর তিনদিন অর্থাৎ রবিবার, সোমবার এবং আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল রেহাকে “নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ” বা এনসিবির পক্ষ থেকে । এর মধ্যে রবিবার টানা ছ ঘন্টা এবং সোমবার প্রায় আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আজও সকাল ” দশটা তিরিশ”নাগাদ এনসিবির দক্ষিণ মুম্বাইএর অফিসে ডাকা হয়েছিল রেহাকে।
এর পর চলেছিল ঘন্টা পাঁচেক জেরা।
এরপর দুপুর বেলার শেষে গ্রেফতার হয়ে রেহা।
এনসিবির পক্ষ থেকে বলা হয়েছে “রেহা চক্রবর্তীকে ” গ্রেফতার করা হয়েছে। তার পরিবারকেও জানানো হয়েছে সেই খবর। সামনের মঙ্গলবার ভিডিও কন্ফারেন্সএ আদালতে তোলা হচ্ছে রেহাকে।
এই তিনদিনের জেরাতে রেহার অনেক কথাই অসংলগ্ন ঠেকে এন সি বির।
এন সি বির অনেক প্রশ্নেরই কোনো উত্তর দিতেই পারেননি নাকি রেহা গোপন সূত্রে খবর।
এছাড়াও জানা যাচ্ছে এন সি বির কাছে রিয়ার বিরুদ্ধে রয়েছে পোক্ত প্রমান।
এতো কিছুর পরও রেহার গ্রেফতার হবার পর তার আইনজীবি সতীশ মানশিন্ডে এটাকে বিচারের নামে প্রহসন বলে কটাক্ষ করেছেন।
সুশান্ত রাজপূতএর মৃত্যুর মামলায় হয়েছে একের পর এক গ্রেফতারি।
রেহার ভাই সৌভিক, সুশান্তর হাউজ ম্যানেজার স্যামুয়েল এছাড়াও সুশান্তের পরিচারক কেশব সহ মোট ন জন।
এরপরে গ্রেফতার হলো রেহা। এর আগে রেহা নিজেকে একাধিক বার দাবী করেছে নির্দোষ বলে। যে কারণে রেহার পক্ষ থেকে আগাম জামিনের আবেদনও জানানো হয়নি কোনো আদালতে।
এবারে কি সত্যি কঠোর শাস্তির মুখে পড়বে রেহা আদালতে ওঠার পর! এই নিয়ে উঠছে প্রশ্ন
প্রতিবেদনে-শশাঙ্ক