মাত্র ২১ দিন হয়েছে বিয়ের , আর তাতেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পুনম পান্ডে।
দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক , অবশেষে ১ সেপ্টম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পরপরই পুনমের শ্যুট থাকায় গোয়া যান তাঁরা। গতকাল রাত্রে পুনম পান্ডে থানায় অভিযোগ করেন।
পুনম পান্ডের অভিযোগ তাঁর স্বামী তাঁর শ্লীলতাহানি করেছেন, মারধোর করেছেন, দিয়েছেন হুমকিও। তাঁর নববিবাহিত স্বামী স্যাম কে পুলিশ গ্রেফতার করেন গোয়া থেকেই। তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই নিয়ে পুনম পান্ডে কোনো বিবৃতি দেন নি।
এই বিষয়ে সংবাদ মাধ্যমকে পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, ‘সোমবার রাতে স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুনম পাণ্ডে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পুনমের মেডিক্যাল পরীক্ষা করা হবে।
প্রতিবেদনে-তানভি সুলতানা