গত পনেরোই মার্চ ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শ দাতার পদে থাকা পি কে সিনহা! ২০১৯ এর আগেও কোনো প্রধান উপদেষ্টা ছিলোনা নরেন্দ্র মোদীর। দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেই পি কে সিনহাকে নিজের প্রধান উপদেষ্টা রেখেছিলেন তিনি। দেড় বছর ধরে বিশ্বস্ত এবং প্রধানমন্ত্রীর খুব নির্ভরযোগ্য পরামর্শদাতা ছিলেন প্রদীপ কুমার সিনহা। আচমকা তার ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। গত ১৫ই মার্চ প্রধানত ভগ্ন স্বাস্থ্যের কারণ দেখিয়ে ইস্তফা দিলেও এর পিছনে কোনো কারণ আছে কিনা তা নিয়ে শোরগোল উঠেছে সর্বত্র। অনেকে বলছেন হয়তো অন্য কোনো উচ্চ পদে নিয়োগ করা হতে পারে তাকে। কেন্দ্রশাসিত অঞ্চল গুলোয় উপ রাজ্যপাল করা হতে পারে তাকে।
প্রতিবেদনে-অনির্বান