লকডাউনের মধ্যেই নানান জায়গায় নানান পদ্ধতিতে চলছে দুষ্কৃতী হামলা। কলকাতারি এক বিখ্যাত বারে হলো দুষ্কৃতী হামলা।প্রগতি ময়দান থানা এলাকায় গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে ছিল কিছুদিন আগেই ।তখন গুলিবিদ্ধ হন এক যুবক। এবার একই ঘটনা কড়েয়ায়। কড়েয়ার কাছে একটি হুক্কা বারের সামনে রাত দেড়টা নাগাদ শুরু হয় বোমাবাজি, চলে বেশ কিছু গুলি গালা।পানশালার মালিককে না পেয়ে ম্যানেজারের মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে তারা, এমনই অভিযোগ উঠে এসেছে কড়েয়ার সেই হুক্কা বারে। এই ঘটনার পর শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।পুলিশ ওই এলাকার সিসিটিভি ক্যামেরা গুলো খতিয়ে দেখতে শুরু করেছে। জিজ্ঞাসাবাদ চলছে পানশালার কর্মীদের এবং আশপাশের বাসিন্দাদের ।পুলিশ সূত্রে খবর নিশাত হায়দার ও সঙ্গে আরও তিন যুবক নাসির উদ্দিন রোডের ওই হুক্কা বারে রাত দেড়টা নাগাদ চড়াও হয় ।সেই পানশালার মালিক রাহুল সিং ।রাহুল সিং এর খোঁজ না পেয়ে পানশালায় বোমা ছুঁড়তে থাকে বলে জানা যায় ।শুধু তাই নয় পরপর তিনবার গুলি চালায় তারা। মালিককে না পেয়ে ম্যানেজার মোঃ আমিন ও কর্মী রাজাকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে। ও যাওয়ার সময় মৃত্যুর হুমকি দেওয়া যায়। তবে ঠিক কি কারণে ঘটনা তা এখনো স্পষ্ট নয় ।পানশালার মালিক এবং কর্মচারীদের এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। এর কারণ কি তোলাবাজি নাকি পুরনো শত্রুতা তা খতিয়ে দেখছে কড়েয়া থানার পুলিশ। এই দুষ্কৃতী হানার পিছনে আসলে কাদের হাত আছে! কি উদ্দেশ্যেই বা হয়েছিল এই হামলা। ডাকাতির ছক, নাকি এর পিছনে রয়েছে অন্য বড়ো কোনো উদ্দেশ্য।
প্রতিবেদনে- সোহেল সারওয়ার