ইকবাল পুরের সাবা খানের মৃত্যুর ঘটনার কথা এখন প্রত্যেকেই জানেন।
কেনো মৃত্যু হলো সাবা খানের? অবৈধ সম্পর্ক নাকি অত্যাধিক নেশা ভান! কিসের জন্যই বা মৃত্যু হলো তার।
উত্তর পাওয়া গেলো এবার!
এতদিন নানান ভাবে জেরা চলছিল সাবার পরিচিত মহলে। দীর্ঘ জেরার পরে অবশেষে শেখ সাজিত ও তার বৈধ স্ত্রীর অঞ্জু বেগমের দিকে সন্দেহের তীর যায়। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
আগের সপ্তাহে বৃহস্পতিবার এম এম আলী রাস্তার ধারে মৃতদেহ পাওয়া গিয়েছিল সাবার। এরপর থেকেই সাবার পরিচিত শেখ সাজিদকে জেরা করছিলো পুলিশ।
এরপরেই সামনে আসে সাজিদ ও সাবার ঘনিষ্ঠতার কথা। বন্ধুত্বের সম্পর্ক থেকে ক্রমেই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল তাদের মধ্যে। এর জেরেই খুন হতে হয় সাবাকে। কোনো কারণে ভয় দেখিয়ে ব্ল্যাকমেলও করতো তাকে সাজিদ। তবে এবিষয়ে এখনো তথ্য পাওয়া বাকি রয়েছে। মা হীন সাবার পুরো নাম সুনয়না।
পঞ্চম শ্রেণী থেকেই বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা শুরু হয়েছিল তার। জানা যাচ্ছে সাবার পড়াশোনা এই পঞ্চম শ্রেণী পর্যন্তই।
সুন্দরী হবার কারণে বিয়ের প্রস্তাব এসেছিলো বহু বহু তরুনের কাছ থেকে।
কিন্তু সাবার ইচ্ছা ছিলোনা সংসারী হবার।
ধীরে ধীরে মাদকের নেশায় পেয়ে বসেছিল তাকে।
নেশা ছাড়াতে বেহালাতে নেশা মুক্তি কেন্দ্রতেও যেতে হয়েছিল তাকে।
কিন্তু এরপরেও থামেনি সে। তবে শেষ মেস তার খুনের কারণ হিসেবে অবৈধ সম্পর্কই দায়ী মনে করা হচ্ছে। আগামী দিনে আরো কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে চলেছে এই কেস থেকে! সাবা মৃত্যু রহস্যের সমাধান হবে কবে! তার উত্তর দেবে সময়।
প্রতিবেদনে-শশাঙ্ক