বিশ্ব সিনেমার দরবারে জনপ্রিয় একটি ওটিটি প্লাটফর্ম হল নেটফ্লিক্স। ইদানীং ভারতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক জনপ্রিয় এবং সাড়া জাগানো সিনেমা বা ওয়েব সিরিজ সবচেয়ে প্রথম লঞ্চ হয় এখানে। কিন্তু প্রতিমাসে একটা নির্দিষ্ট প্ল্যান কিনতে হয় তবেই এটি অ্যাক্সেস পাওয়া যায়। অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের থেকে নেটফ্লিক্সের দাম একটু বেশি হবার কারণে এটি সাবস্ক্রাইব করতে পারেন না অনেকেই। কিন্তু আপনি যদি জিও ফাইবার গ্রাহক হন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি সুখবর। জিও ঘোষণা করল নতুন প্ল্যান, যার সাথে থাকবে নেটফ্লিক্স।
এছাড়া অনেক জিও ফাইবার গ্রাহক রয়েছেন তারা ইতিমধ্যেই জানেন যে, জিও ফাইবার সেট টপ বক্সে অ্যামাজন প্রাইম ও হটস্টারের সাবস্ক্রিপশন দেওয়া হয়। তবে এবার জিও ফাইবারে নেটফ্লিক্স চলে আসার পরে, এখন জিও ফাইবার মোট ১২ টি ওটিটি সার্ভিসের সাবস্ক্রিপশন অফার করবে। তবে এর জন্য আপনাকে নিতে হবে জিও ফাইবার এর সেট টপ বক্স কানেকশন। তা না হলে আপনি এই সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন না।
তবে, যাঁরা জিও ফাইবার এর ডায়মন্ড প্ল্যান অথবা তার উপরের কোন প্ল্যান ব্যবহার করেন তাদের জন্য এই নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। যদি আপনারা ডায়মন্ডের থেকে কম দামের কোন প্ল্যান রিচার্জ করে থাকেন, তাহলে আপনারা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পাবেন না। এইজন্য আপনাকে আপনার সেট টপ বক্সের সাবস্ক্রিপশন প্ল্যান আপগ্রেড করতে হবে।
প্রতিবেদনে-তানভি সুলতানা