বিরাট জালিয়াতি ও ষড়যন্ত্র করে রবার্ট ট্রাম্পের এস্টেটের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে এমনটাই অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইজি মেরি।
এক উত্তরাধিকার সুত্রে পাওয়া কোটি কোটি ডলার মুল্যের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে তাঁকে এবং তাঁর পরিবারকে।
মানহাটানে নিউইয়র্কের একটি আদালতে মামলা করা হয়েছে ,অভিযুক্তের নাম ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর বোন মারিয়ান ট্রাম্প বেরির। মার্কিন প্রেসিডেন্টের ভাই রবার্ট ট্রাম্প অগাস্টে মারা যান। মেরি অভিযোগ করেছেন, বিরাট জালিয়াতি ও ষড়যন্ত্র করে তাঁকে রবার্ট ট্রাম্পের এস্টেটের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে- তানভি সুলতানা