আলিয়ার বয়ান নওয়াজের বিরুদ্ধে
নওয়াজ উদ্দিন সিদ্দিকী র বিরুদ্ধে উত্তরপ্রদেশের বুদানা থানায় অভিযোগ করলেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী এবং বয়ান রেকর্ড করলেন। তিনি আগেই ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন। আলিয়ার অভিযোগ এক মহিলার ওপর দিনের পর দিন নির্যাতন করেছেন তার ভাই মিনহাজুদ্দিন ।আলিয়ার বয়ান থেকে এও জানা গেছে যে শ্বশুড় বাড়িতে হওয়া দিনের পর দিন তার ওপর লাঞ্ছনা ও অত্যাচারের কথা।এটি বুদানা পুলিশ সূত্রে খবর। গত 27 জুন মুম্বাইয়ের এক থানায় স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে FIR করেন আলিয়া।
নওয়াজের দেশের বাড়ি উত্তরপরদেশের বুদানায় হওয়ায় মুম্বাই পুলিশ থেকে এই মামলা বুদানা পুলিশের হাতে চলে যায়।আর সেখানেই আজ রেকর্ড বয়ান করলেন আলিয়া। এই বছরের মে মাসে আলিয়া ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিল। তিনি এও জানান যে তাদের বিবাহিত জীবনে সমস্যা তো ছিলই পাশাপাশি তার অন্তঃসত্ত্বা অবস্থাতেও নওয়াজ তার পাশে ছিল না। আলিয়া এক গাড়ি চালিয়ে ডাক্তারের কাছে যেত। তার যেদিন প্রসব বেদনা হয়েছিল সেদিনও নওয়াজকে পাশে পাননি আলিয়া। আলিয়া আরো অভিযোগ করে যে তার অবর্তমানে মহিলারা বাড়িতে এসে থাকতেন।
এই ঘটনার কিছুদিন পর আলিয়া আবারো জানায় যে নওয়াজ সন্তান লালন পালনের খরচ দেওয়াও বন্ধ করে দিয়েছে।
এর কিছু দিন পরে নওয়াজ মুখ খোলেন এবং জানান যে তার বিরুদ্ধে আনা আলিয়ার সব অভিযোগ মিথ্যে। প্রকাশ্যে তার মানহানি করা হচ্ছে, তাই প্রয়োজনে তিনি মামলাও করতে পারেন। তার স্ত্রী ডিভোর্স দাবি করার পর থেকেই তার সন্তানের সমস্ত খরচ তিনি দেন। আলিয়া জানান যে বর্তমানে রোজগার করার মতো অবস্থায় তিনি নেই।তাই সন্তানদের নিয়ে প্রায় পথে বসার অবস্থা হয়েছে। তাদের দশ বছরের দাম্পত্য জীবনে দুই সন্তান আছে। আলিয়ার আসল নাম অঞ্জনাকিশোর। বিয়ের পর ধর্ম পরিবর্তন করে আলিয়া হন।
প্রতিবেদনে-সংগীতা