বৃহস্পতিবার বিজেপির রাজ্য কমিটির প্রথম মিটিং এ আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ কমিটি নিয়ে একরাশ হতাশা এবং অভিযোগ শোনা গেল জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়ের গলায়। তার মতে বুথ কমিটি শক্তিশালী না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করা অসম্ভব। তিনি রাজ্য কমিটির মিটিংয়ে অভিযোগ করেন রাজ্যের ৭৮ হাজার বুথের মধ্যে অধিকাংশ বুথে এখনো কোন বুথ কমিটি তৈরি হয়নি। এ বিষয়ে জেলা গুলিকে বুথ কমিটি গোড়ার কথা বললেই তারা বলেন হয়ে যাবে। কিন্তু বাস্তবে সেই কাজের খামতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও বিজেপি আনুষ্ঠানিকভাবে ৫৫ হাজার বুথে তাদের বুথ কমিটি থাকার কথা ঘোষণা করেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বলেন “আমাদের ৫৫ হাজার বুথে কমিটি তৈরি আছে। ওই কমিটি গুলির তথ্য যাচাই করেই সংখ্যাটা নথিভূক্ত করা হয়েছে। লকডাউন পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভা আমরা ৬৩ হাজার বুথে লিংক দিয়ে শুনিয়েছি। আরো ৮ হাজার আমাদের কর্মী আছে মানতে হবে।” দলীয় সূত্রের খবর, ওই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মুখ খুললে সাসপেন্ড করারও হুমকি দেন। দলীয় সূত্রের আরো খবর, রাজ্য বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক আরবিন্দ মেনন বিরোধীদের ত্রুটি-বিচ্যুতি বড় করে তুলে ধরতে বলেন। এটা না করে অনেকেই দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন মন্তব্য করেন। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।
প্রতিবেদনে-অমিত