হাওড়ার মঙ্গলা হাট আবার কবে খুলবে সেই নিয়ে অনেক ব্যবসায়ীরাই মুষড়ে পড়ে ছিলেন। করোনা ও লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র গুলির মধ্যে অন্যতম এই হাট । লকডাউনে হাট হঠাৎই বন্ধ হয়ে যাবার কারণে এতদিন হাট খোলার দাবীতে আন্দোলন করছিলেন ছোট,বড়ো ও মাঝারি ব্যবসায়ীরা । সেই লাগাতার আন্দোলনের জেরেই হাট খোলার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করতে বাধ্য হয় হাওড়া জেলা শাসক । গঠন করা হয়ে টাস্কফোর্স । এবারে সেই টাস্কফোর্স এর থেকে হাট খোলার বিষয়ে খোলসা করা হলো। মঙ্গলা হাট খুলছে আগামী ১৯এ সেপ্টেম্বর ।
তবে রাখা হয়েছে নানান বিধিনিষেধ ।
জেলাশাসকের পক্ষ থেকে বলা হয়েছে গোটা হাট স্যানিটাইজ করতে হবে । এমনকি ক্রেতা-বিক্রেতা সবার জন্যই মাস্ক পড়া বাধ্যতামূলক। আগে যেরকম সপ্তাহে তিন দিন হাট খোলা হতো, তার বদলে সপ্তাহে একদিন খোলা হবে হাট ।
প্রতিদিন সপ্তাহে শুধু মাত্র শনিবার হাট খোলা হবে । সারারাত চলবে বেচাকেনা।
শনিবার রাত ৯ টা থেকে রবিবার ভোর ৬ টা অবধি খোলা থাকবে মঙ্গলা হাট, জানানো হলো হাওড়া জেলা শাসকের পক্ষ থেকে ।
হাট তো খুললো কিন্তু স্থায়ী দোকানদার বাদে বাকিদের শিকে ছিঁড়লো কি ! টাস্কফোর্স এর পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় আগে যেরকম অস্থায়ী দোকানদার দের বসতে দেওয়া হতো সেরকম আর হবেনা । শুধুমাত্র বড়ো দোকান গুলোর যারা স্থায়ী দোকানদার তারা বসার অনুমতি পাবে। রাস্তায় যারা বসতো সেই ছোট ব্যবসায়ীদের জন্য অন্য ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে । পূজোর আগেই আলাদা জায়গা দেওয়া হতে পারে তাদের।
প্রতিবেদনে-শশাঙ্ক