রাম মন্দিরের ভূমি পূজো হয়েছে করোনা আবহের মধ্যেই অতিরিক্ত ধুমধামের সাথে! এটাকে ” হিন্দু “দের উৎসব বলেও প্রচার করা হয়েছে! কিন্তু তাহলে হিন্দু সম্প্রদায়ের মধ্যেই একটা অংশে এতো ক্ষোভ, ঘৃণা জেগে উঠছে কেনো কেন্দ্র আর উচ্চ বর্ণ দের বিরুদ্ধে? কেনো তাদের হ্যাঠা করা হলো! দলিত বা মতুয়ারা কি তাহলে বঞ্চিত হিন্দু?
এই নিয়ে বিজেপির সাধের বাংলাতেই শুরু হয়েছে ধুন্ধুমার কান্ড! ঘটনার কেন্দ্রে রয়েছে মতুয়ারা! একসময় ভোট বের করতে নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি নেমে গিয়েছিলো মতুয়া দের বড় মা বীণাপানি দেবীর পায়ের কাছে! আর সেই হিন্দু মতুয়া দেরি হ্যাঠা করা হলো এইভাবে রাম রাজ্যের সূত্রপাতে! তাদের অভিযোগ মতুয়া দের পাঠানো জল মাটি অগ্রাহ্য করা হয়েছে, সেখানকার বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর মাত্র কয়েকজন ঘনিষ্ঠ কে নিয়েই অযোধ্যা তে মতুয়া দের জল মাটি কেনো পাঠিয়েছে কাউকে না জানিয়ে! তাদের আরো অভিযোগ মতুয়া দের জল, মাটি কাজে লাগানো হয়নি সেখানে একেবারেই। এই নিয়ে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন মতুয়া রা আগেই। বড়মা বীণাপানি ঠাকুরের পুত্রবধূ মমতা বালা ঠাকুর তো শান্তুনু ঠাকুর কে বিভীষণ এর সাথেও তুলনা করেছিলেন। আরএসএস এর ট্রাস্টের কাছ থেকে জবাব চেয়েছিলেন তারা। এই ইস্যু তে সরব হয়েছিল তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের নেতৃত্বও। সাংসদ শান্তনু ঠাকুর কে ঠাকুর বাড়ি থেকে বহিস্কার করার মত জোরালো হয়েছিল জল, মাটি পাঠানো তে মতুয়া গোসাঁই, পাগল বা সাধারণ মতুয়া দের কোনোভাবে এই কাজে ইনভল্ব না করার জন্য । আরো জানা গিয়েছিলো মতুয়ারা বড়ো সড়ো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। আর আজ বিকেলে পাঁচটা নাগাদ বনগাঁ ব্লকের, পানচিতা, চাঁদা বাজারে বনগাঁ -বাগদা রোড অবরোধ করে বিজেপি সাংসদ ও আর এস এস ট্রাস্টের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখায় মতুয়া দের একটা অংশ! ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন পানচিতা মতুয়া সংঘের সভাপতি সমীর বিশ্বাস । এছাড়াও ছিল সেখান কার পঞ্চায়েত প্রধান রীতা বিশ্বাস ও সদস্য সঞ্জীব বিশ্বাস । প্রায় পনেরো মিনিট অবরোধ করে তারা বিজেপি সাংসদ এর এই হিন্দু – মতুয়া বিরোধী কার্যকলাপ নিয়ে বিক্ষোভ দেখায়।
এর আগে বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ এক অনুষ্ঠানে বিজেপির সাংসদ কে বয়কটের ডাক দিয়ে ছিলেন। তিনি বলেছিলেন যারা মতুয়া দের মাটিকে অস্বীকার করেছে তারা আমাদের সমাজের কেউ না! এবার কি তাহলে মতুয়া সমাজ থেকে বহিস্কার করা হবে বিজেপি সাংসদ শান্তনু কে? মতুয়া সমাজ কি এবার বিজেপির কোল ঘেঁষে আর দাড়াবেনা ভবিষ্যৎ এ? এনিয়ে উঠছে দৃঢ় সংশয়। এই বিষয়ে বিজেপির সাংসদ কেনো ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছেন? উঠছে প্রশ্ন