এবার প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে মুকুলের হাত ধরে বিজেপিতে পা রাখলেন তৃণমূলের কোর কমিটির সদস্য দীনেশ বাজাজ! গতকাল বিকেলেই দল থেকে ইস্তফা দেন তিনি। সন্ধ্যায় মুকুল রায়ের সাথে বৈঠকের পরেই বিজেপিতে যোগ দান করেন দীনেশ বাজাজ। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন তৃণমূলে হিন্দিভাষী হবার জন্য বহিরাগত তকমা শুনতে হয়েছে তাকে অথচ তার জন্ম বাংলাতেই। এই কারণেই পদত্যাগ। প্রার্থী না হওয়ার জন্য কোনো ক্ষোভ নেই। ২০১১ এবং ১৬ তেও প্রার্থী করা হয়নি তাকে। এই নিয়ে ক্ষোভ থাকলে তখনি পদত্যাগ করতেন। অন্যদিকে সাঁকরাইলের বিদায়ী তৃণমূল বিধায়ক শীতল সর্দার ও কাল প্রার্থী তালিকা প্রকাশের পরে যোগাযোগ করেন মুকুল রায়ের সাথে বৈঠকের পরেও অবশ্য বিজেপিতে যাওয়া নিয়ে কাল মুখ খোলেননি তিনি।
প্রতিবেদনে-অনির্বান