নন্দীগ্রামে ভোটের দিন তৃণমূলের এক বুথ এজেন্ট অভিযোগ করেছিলেন বিজেপি বুথে বসতে দিচ্ছেনা। কিন্তু বুথে বসতে না দিলে ন্যাকা কান্না কাঁদলে চলবেনা, আজ তৃতীয় দফা ভোটের আগে মুখ্যমন্ত্রী দলের বুথ ও পোলিং এজেন্টদের এই বার্তাই দিলেন। তিনি আরো বলেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে বিজেপির বিরুদ্ধে, যারা এই দায়িত্ব কাঁধে নিতে চাইছেনা তারা সরে দাঁড়াক। প্রয়োজনে পাড়ার ঝগড়ুটে মহিলাদের বুথ এজেন্ট করানোর কথাও বলেন তিনি। এছাড়া ভোটের পরে বুথ ও পোলিং এজেন্ট দের চা বিরিয়ানিও না খাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। প্রত্যেককে বাড়ির হালকা খাদ্য খাবার কথা বলেন।
প্রতিবেদনে-অনির্বান