‘অপরাধ হলে তো পুলিশ তদন্ত করবে, এ কেমন নিয়ম? কখনও সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, কখনও দলিতের উপর নির্যাতন করা হয় আবার কখনও আদিবাসীদের উপর নির্যাতন করা হয়’। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা নিয়ে যোগী সরকারকেও তীব্র ভাবে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরেই উত্তরপ্রদেশে উঠে এসেছে একের পর এক দলিত, আদিবাসী তরুণীকে ধর্ষণ, খুন, নির্যাতনের অভিযোগ। যোগী সরকারের আমলে উত্তরপ্রদশে ল অ্যান্ড অর্ডার ধ্বসে পড়েছে বলে অভিযোগ বিরোধীদের।
এবার সেই একই অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ”উত্তরপ্রদেশে শুধু ধর্ষণই করা হয়নি, তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। কোনও অপরাধ হলে পুলিশের তদন্ত করা উচিত। এ কেমন নিয়ম? কখনও সংখ্যালঘুদের নির্যাতন করা হয়, কখনও দলিতদের উপর নির্যাতন কখনও আবার আদিবাসীদের উপর নির্যাতন করা হয়।”
যোগী রাজ্যে দলিত তরুণীর উপর পাশবিক অত্যাচারের ঘটনায় উত্তাল গোটা দেশ। সর্বত্র বয়ে চলেছে প্রতিবাদের ঝড়। মৃত তরুণীর পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। দেশের তাবড় তাবড় রাজনৈতিক নেতা-নেত্রীরাও দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। নিন্দায় সরব গোটা বলিউডও। সোশ্যাল মিডিয়ায় তরুণীর উপর পাশবিক অত্যাচারে জড়িত থাকা প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে প্রত্যেকে।
বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। কিন্তু উত্তরপ্রদেশের সীমানায় ঢুকতেই গাড়ি থামিয়ে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ।