সমাজে তারাই সবচেয়ে নিকৃষ্টতম পেশার মানুষ বলে পরিচিত ভদ্র সমাজের কাছে , তাই তাদের দিকে কেউ ফিরেও তাকায়না! পেটের খিদে রয়েছে তাদেরও,রয়েছে উচ্ছেদ পুলিশি ধরপাকড়ের আশঙ্কাও। সমাজের অবজ্ঞার ফাঁকেই তাদের সাথে ঘটে যায় নানান অপরাধ মূলক ঘটনা, যেমন দীর্ঘদিন ধরে ঘটে চলেছে সিউড়ির তালতলা যৌন পল্লীতে। মসজিদ বাঁচাও কমিটির তরফ থেকে ওই যৌনপল্লীর পাশে মসজিদ তৈরি হবার কারণে তাদের কাছে এসেছে উচ্ছেদের জন্য থ্রেটও। এমনকি তাদের পুনর্বাসন এর আশ্বাস ও দেওয়া হয়নি তাদের তরফ থেকে। তথাকথিত রেলের জমিতে অবস্থিত এই যৌনপল্লীকে সম্বল করে দীর্ঘদিন এই সমস্ত পতিতারা কোনোরকমে চালিয়ে আসছে পেট! আচমকাই মসজিদ বাঁচাও কমিটির বুলবুল, রাজু শেখ, উজ্জ্বল শেখরা তাদের জীবন জীবিকার পথে বাধা হয়ে দাঁড়ালো! এই নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাল তলা যৌনপল্লীর পতিতারা। পেটের আগে তো ধর্ম নয় , খেতে না পেলে কিভাবে বজায় থাকবে ধর্ম। তাদের ব্যাবসাও যথেষ্টই ক্ষতির মুখে! এই নিয়ে দুঃখ কষ্টেই দিন কাটাচ্ছেন পতিতা রাগ।
তাদের বক্তব্যের উঠে আসলো তাদের দুর্দশার কথা। মসজিদ বাঁচাও কমিটির প্রধান বুলবুল এর নিপীড়ণের কথা!
তালতলা যৌন পল্লীর সেক্রেটারি পূজা বিবি জানিয়েছেন প্রতিনিয়ত এখান থেকে উঠে যাবার জন্য থ্রেট পাচ্ছেন তারা ! তাদের কাজের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা। পরবর্তী সময়ে এই ভাবে চললে তারা দারুন সমস্যায় পড়বেন! তারা মমতা ব্যানার্জির ভোটার, দিদির সুশাসিত রাজ্যে এই অনাচার কেনো ঘটাচ্ছে বুলবুল রা!
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যৌনপল্লীর সদস্যা মাম্পি বিবি কোয়েল বিবি ও অন্যান্যরা! তারা জানিয়েছেন তারা মমতা ব্যানার্জীর দয়ায় দীর্ঘদিন সুখেই কারবার করে আসছেন এতদিন! তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তারা,আসলে দিদির শান্তির বাংলায় অরাজকতা তৈরি করতে চাইছে তারা । এর ফল ভালো হবেনা!
আদৌ কি সুবিচার পাবেন সিউড়ি স্টেশনের থেকে সামান্য দূরে অবস্থিত এই ছোট্টো যৌনপল্লীর অসহায় পতিতা! তাদের এই অসহায়তাকে কভারেজ দিতে এগিয়ে আসেনি কোনো মিডিয়া! তাই দুশ্চিন্তায় সিউড়ির তাল তলা পতিতা পল্লীর পতিতারা! তাদের দুঃখ কষ্টের দিন কি শেষ হবে! আদৌ কি মুক্তি মিলবে তাদের এই সমস্যা থেকে ভবিষ্যতে! তার উত্তর দেবে সময়!
নিজস্ব সংবাদদাতা -জয়ন্ত সাহা