কলকাতা মেডিকেল কলেজের বিরুদ্ধে উঠলো এক মারাত্মক অভিযোগ। 20 বছরের এক তরুণী করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে ছটফট করছে। আবার স্যালাইনের চ্যালেনও খুলে দেওয়া হয়েছে। কিন্তু বারবার ডাকা সত্ত্বেও কোনো নার্স বা ডাক্তারের দেখা পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ওই তরুণী মারা যায়। হাসপাতাল সূত্রের খবর 20 বছরের এই ছাত্রী সুজাতা সাউ কাশিশ্বরী কলেজে পড়তো। তার বাবা ছাতু বিক্রেতা। গত 2 সেপ্টেম্বর তার জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেয় ।তারপর আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর সুজাতার করোনা পজিটিভ হলে তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
[15/09, 13:16] Sangita Di Work: সুজাতার শ্বাসকষ্ট ক্রমশই বাড়ছিল। কিন্তু তবুও চিকিৎসকদের কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি নার্সরাও সেভাবে গুরুত্ব দেয়নি। শেষ পর্যন্ত সুজাতা মারা যায়।
[15/09, 13:28] Sangita Di Work: হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছে 3 হাজার 211 জন। আর করোনা মুক্ত হয়েছে 3 হাজার 84 জন। রাজ্যে সব মিলিয়ে সুস্থ হয়েছে মত 1 লাখ 78 হাজার 223 জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে 86.55% . গত 24 ঘন্টায় রাজ্যে 58 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনা তে মৃত্যু হয়েছে 4003 জনের।
[15/09, 13:30] Sangita Di Work: বর্তমানে রাজ্যে করোনা এক্টিভ কেসে সবচেয়ে এগিয়ে আছে উত্তর 24 পরগনা (4409) তারপর আছে কলকাতা (4216)
প্রতিবেদনে-সংগীতা দত্ত রায়