অনেক প্রতিভাবান তারকা দেরি খ্যাতির জন্য নানান বিড়ম্বনা দেখা যায়। অনেকের নানান পুরস্কার এবং সংস্থার প্রতিদিন ক্ষোভও থাকে। তা নিয়ে অনেকে প্রকাশ্যে অনেকে অনেক কিছুই করেন। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী আমেরিকার কিম কার্দাশিয়ান এবং তার স্বামী ও ৱ্যাপার কেইন ওয়েস্ট যা করলেন তা দেখে সত্যি অবাক লাগছে। নিজের টুইটার অ্যাকউন্টে একটি ভিডিও পোস্ট করেন কেইন। সমালোচনার ঝড় উঠলো সেই ভিডিওটিকে নিয়ে। ওই ভিডিও নিয়েই চলছে কথাবার্তা সোশাল মিডিয়ায় দুনিয়ার। কি এমন আছে সেই ভিডিওটিতে যাকে নিয়েই এতো ঝড়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ডকে বাথরুমের কমোডের উপর ফেলা হয়েছে। তারপর এক ব্যাক্তি ওই আওয়ার্ডের ওপর প্ৰস্রাব করছেন। এই ভিডিওটি টুইটার শেয়ার করে জনপ্রিয় ৱ্যাপার কেইন ওয়েস্ট লেখেন ” বিশ্বাস করুন ,আমি নিজেকে কিছুতেই আটকাতে পারলাম না।”
যদিও ভিডিওটিতে যে ব্যাক্তিকে দেখা যাচ্ছে সেটা যে কেইনই ওটা স্পষ্ট নই।
কারণ ভিডিওটিতে ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না। তবে সোশাল মিডিয়ায় তিনি ভিডিওটি সর্বপ্রথম শেয়ার করছেন। আর তা দেখে সকলের মনে হয়েছে কাজটি রর্যাপারের কাজ।
তবে ভিডিওটি শেয়ার করার পর কেইন আর একটি পোস্ট করেন, সেখানে তিনি লিখেছেন, ” বিশ্বাস করুন আমি থামবো না। আমি সমস্ত সত্যি সামনে আনবো সবার। তিনি কোনো এক ঝামেলায় আছেন সেটা তিনি এই পোস্টের মাধ্যমে জানিয়েছেন। তবে এই ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার হচ্ছে খুব দ্রুতগতিতে। এবার সমালোচনার বিষয় হচ্ছে আসলে কে আছেন এই ভিডিওটির আড়ালে ? কেন ওয়েস্ট নাকি অন্যকেউ! কি উদ্যেশ্যেই বা এই কাজ! সে বিষয়ে অবশ্য নীরব কেনি!
প্রতিবেদনে- দেবিকা দাস