কৃষক দের পেটে লাথি মারা কৃষক বিলের বিরুদ্ধে দিকে দিকে ঘনিয়ে উঠছে প্রতিবাদ! যারা গোটা দেশের মুখে অন্ন তুলে দেয় তারাই আজ অসহায়! এই অবস্থায় তাদের ঘৃণ্য ভাবে আক্রমণ করলেন কঙ্গনা রানাউত। রবিবার রাজ্যসভায় কৃষিবিল পাস হতেই শুরু হলো প্রোটেস্ট পাঞ্জাব সহ বিভিন্ন জায়গায়।
কৃষকদের এই প্রতিবাদ কে একহাত নিয়ে কঙ্গনা রানাওয়াত টুইট করলেন, টুইটের সাথে জুড়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্য।
কঙ্গনার টুইট,” এরাই সেই আতঙ্কবাদীর দল, যারা সি এ এ নিয়ে প্রোটেস্ট করছিলো, অথচ সি এ এ তে কারোর নাগরিকত্ব যায়নি।”
প্রসঙ্গত, রাজ্যসভাই বিল পাস হওয়ার পর, প্রধানমন্ত্রী ৪ টা টুইট করেন, ইংরেজি, হিন্দি ও পাঞ্জাবী ভাষায় এবং কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে প্রতিবাদের রেশ এবং জনবিক্ষোভ বাড়তে থাকলে ইউনিয়ন ক্যাবিনেট ত্যাগ করে বিজেপির জোটপক্ষের ‘শিরোমনি আকালি দল’।
খবর, এই কারণেই মোদি পাঞ্জাবী ভাষাতেও টুইট করেন।
টুইটে লেখেন, ” আগেও বলেছি, আবারো বলবো- এম এস পি(মিনিমাম সাপোর্ট প্রাইস) এর কার্যক্রম যে পদ্ধতিতে চলছিলো তেমনই চলবে।
সরকার আরো সংশোধন আনার চেষ্টা করছে।
আমরা কৃষকদের পাশে আছি৷ তাদের এবং তাদের পরবর্তী জেনারেশন এর জীবন যাতে আরো ভালো হয়,সেটার জন্য যা কিছু করার আমরা করবো।”
প্রধানমন্ত্রীর এই টুইটেরই হিন্দি ভার্সন টা তুলে নিয়ে কঙ্গনা টুইট করেন। যেখানে তিনি প্রতিবাদী চাষীদের আতঙ্কবাদীর সাথে তুলনা করেছেন। অনেকেই মনে করেছেন কঙ্গনা নিজের বিবেকের শেষ বিন্দু টা কেও হেলায় হারিয়ে ফেলেছেন। সেই কারণেই কৃষক দের আত্মহত্যা বা অনাহারে মৃত্যু তার জীবনে কোনো প্রভাব ফেলেনা।
প্রতিবেদনে-জাহেদ আলী