নিজস্ব সংবাদদাতাঃ লকডাউনের শুরু থেকেই নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সিপিআই(এম)। করোনা আক্রান্ত রুগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে রেশন ও নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের ঘরে পৌঁছে দেওয়ার মতন দায়িত্ব পালন করছে পার্টি কর্মীরা। এরই সাথে এবারে কামারহাটি বিধানসভার টেক্সম্যাকো-দেশপ্রিয় নগর এরিয়া কমিটির উদ্যোগে চালু হলো শ্রমজীবী বাজার। সিপিআই(এম) নেতা গোপাল ভাদুড়ি ও কমলা দাসের স্মরণে নামাঙ্কিত এই বাজার গত ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হলেও গতকাল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। প্রথম দিন থেকেই এই বাজারে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতন। বাজার চলতি সব্জির দাম থেকে এই বাজারে সব্জির দাম অনেকটাই কম হওয়ায় ক্রেতাদের ভিড় স্বাভাবিকভাবেই অনেকটাই বেশি হচ্ছে এই বাজারে। এই প্রসঙ্গে টেক্সম্যাকো-দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ‘বাজারে কালোবাজারি আর ফড়েদের দৌলতে সব্জির দাম আকাশছোঁয়া। সরকার টাস্ক ফোর্স তৈরি করলেও তার কোন ভূমিকা নেই। বাজারের সব্জির দাম নিয়ন্ত্রণ করছে ফড়েরা। এই অবস্থায় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। আমরা সরাসরি চাষীদের থেকে লাভজনক দামে সব্জি কিনে ন্যায্য মূল্যে এই বাজারে বিক্রি করছি। আশা করি বাজার মূল্যের থেকে অনেক কম দামেই আমরা ক্রেতাদের সব্জি দিতে পারবো এখান থেকে।’
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দলমত নির্বিশেষে এলাকার সকল মানুষজন। এরকমই একজনের বক্তব্য- ‘গত দুইদিন ধরে এই বাজার থেকেই সব্জি কিনছি। বাজারে যেই পিঁয়াজের দাম ৬০-৬২ টাকা কিলো এখানে সেটা ৩৫-৩৬ টাকা মাত্র। সব্জিও সব টাটকা। রাজনীতিকে দূরে রেখে এইসময়ে সিপিএমের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশাযোগ্য।’