জানার কোনো শেষ নাই! পড়াশোনার কোনো বয়স নাই! এই কথাতো সকলেই জানে। কিন্তু এর বাস্তব জীবনে প্রয়োগ কজনই বা করতে পারে। অথচ ঝাড়খণ্ডের শিক্ষা মন্ত্রী জগরনাথ মাহাতো এক অদ্ভুত শিক্ষা দিলেন আমাদের। শিক্ষা মন্ত্রীর পদে থাকলেও তার শিক্ষা গত যোগ্যতা ছিল ক্লাস টেন অবধি। এতো দিন পরে যখন তিনি শিক্ষার নিয়ন্ত্রক পদে আসীন,তখন তিনি আবার পড়াশোনার গন্ডিতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ভর্তি হয়েছেন তারি বিধান সভা বোকারো দুমড়ির অন্তর্গত একটা সরকারি ইন্টার-কলেজে এতদিন পরে। ইন্টার কলেজের নাম হলো বোকারো জেলার নব ডিহর দেবী মাহাতো স্মারক ইন্টার – কলেজ।
একসময় দশ ক্লাস অবধি পড়ে আর টানতে পারেন নি পড়াশোনা তিনি। কিন্তু আবার পড়া শুরু করলেন রাজ্যের শিক্ষার সৰ্বোচ্চ নিয়ন্ত্রক এর পদে থাকা কালীন। নতুন করে আবার সব কিছু শুরু করে ক্লাস ইলেভেন এ ভর্তি হবার জন্য যথেষ্ট কারণ দেখিয়েছেন তিনি। তিনি বলেন যেদিন তিনি শিক্ষা মন্ত্রী পদের জন্য শপথ নেন, সেদিন তাকে লজ্জিত হতে হয়েছিল অনেকের কাছে ক্লাস টেন পাস বলে। একজন ক্লাস টেন পাস্ মানুষ কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কে এগিয়ে নিয়ে যেতে পারেন, এই নিয়ে উঠেছিল প্রশ্ন। তিনি বলেন এটা সেই সব মানুষদের কে জবাব দেওয়া। তিনি অবশ্যই তার লেখাপড়া শেষ করবেন বলে জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে রাজনীতি করা, মানুষের উপকার করা বা চাষ করার পাশাপাশি তিনি পড়াশোনা টাও করবেন। তার মতে লেখা পড়া করার কোনো বয়েস হয়না।
এখনো ভারতে বিভিন্ন মন্ত্রী সভার সদস্য রা তারি মতো কেউ বা তার চেয়েও কম শিক্ষিত অনেকে। কিন্তু তারা এইভাবে পড়াশোনা র পথে আসেননি অনেকেই। যেমন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ও পড়াশোনা রয়েছে মাত্র দশ ক্লাস অবধি। কিন্তু তিনি উল্টে তার শিক্ষা গত যোগ্যতা গোপন করেন। তার এই পদক্ষেপ অনেক কেই এই পথে আসতে সাহস যোগাবে মনে করা যায়।