গত মঙ্গলবার দিল্লির সফদর জং হাসপাতালে মৃত্যু হয় হাথরসের গণধর্ষিতা তরুণীর। এনিয়ে তোলপাড় হচ্ছে পুরো দেশ। এরপর বিহারের গয়া , নিশানায় আবার দলিত।
এক দলিত কিশোরীকে গনধর্ষনের অভিযোগ উঠলো গয়ায় , বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগে। হাথরসের মতো এখানে নির্যাতিতাকে মেরে ফেলার চেষ্টা হয়নি। বরং নিজেই আত্মহত্যা করেছে ওই মহাদলিত কিশোরী।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, এলাকারই ৪ তরুণ গণধর্ষণ করেছে তাদের মেয়েকে। রাহুল কুমার, চিন্টু কুমার ও চন্দন কুমার নামে তিন জনের নাম এখনও পুলিসের হাতে এসেছে। চতুর্থজনকে এখনও চিহ্নিত করা যায়নি। ওই ৪ জনের নামে পুলিসে এফআইআর করেছে নির্যাতিতার পরিবার।
কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত ঐ কিশোরী শুক্রবার আত্মঘাতী হয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ওই কিশোরীর মৃতদেহের ময়না তদন্ত হয়েছে গয়া মেডিক্যাল কলেজে। রিপোর্ট এখনও আসেনি।
উত্তরপ্রদেশের হাথরসের ধর্ষণ ও খুন নিয়ে দেশের রাজনীতি যখন তোলপাড় তখন গয়ার এই ঘটনা নিয়ে আরজেডি সহ অন্যান্যরা রাজ্যে যে তোলপাড় করবে তা আর বলার অপেক্ষা রাখে না। করোনা মহামারী-সহ একাধিক ইস্যুর সঙ্গে যোগ হবে এই ঘটনাও।