“বেশি কথা নয় , বাড়াবাড়ি করলে পাবেন না আর্থিক সাহায্যটুকুও” এমনটাই হুমকি দিলেন হাথরস্র জেলাশাসক নির্যাতিতার পরিবারকে !
হাথরস ধর্ষনকান্ড নিয়ে যখন সমগ্র দেশ তথা উত্তরপ্রদেশে উত্তাল, সেই অবস্থায় যমুনা এক্সপ্রেস ওয়েতে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করে রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে।
ঠিক এই সময়ে ঐ নির্যাতিতার বাড়ি পৌঁছালেন জেলাশাসক এবং এসএসপি।
তাঁরা নির্যাতিতার পরিবারকে হুমকি দিয়েছেন এমনটাই অভিযোগ সামনে এসেছে।
তাঁরা নির্যাতিতার পরিবারকে জানান, ‘ এ নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই , নাহলে আপনারা আর্থিক সাহায্য টুকুও পাবেন না’
যখন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি কে ঘিরে এমন ঘটনায় সারা দেশ উত্তাল , তখন এমনটাই অভিযোগ হাথরসের জেলাশাসক এবং এসএসপি এর বিরুদ্ধে।