দাঁত দিয়ে নখ কাটেন? তাহলে আপনার মধ্যে রয়েছে এক বিরল গুন। যাঁরা এই গুনটির মধ্যে থাকেন , তাঁদের খেয়ালই থাকে না বিষয় টা নিয়ে, আত্মমগ্ন হয়ে কাটটে থাকেন নখ। কুট কুট করে চালাতে চালাতে যখন হাতের চামড়া উঠে যায় , তখন টের পান এই ব্যাড হ্যাবিটের ঠেলা।
ছোটো বেলায় স্কুলে মাস্টারমশাই কিংবা দিদিমনুর থেকে বকা খেয়ে হেঁদিয়ে যাওয়া,বা বাড়িতে প্রায়শ মায়ের বকা সব কিছুকে ছাড়িয়ে এই বদ অভ্যাসটি পিছু ছাড়ে নি, আজও সময় পেলে হাত চলে যায় মুখে।
এর অনেক খারাপ দিক থাকলেও , দাঁত দিয়ে নখ কাটা এক সুলক্ষনকে ব্যাক্ত করে বলেই মনে করছেন মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী। ‘ জার্নাল অফ বিহেবিয়ার থেরাপি অ্যান্ড এক্সপেরিমেন্ট্রাল সাইকিয়াট্রি’তে প্রকাশিত একটি নিবন্ধে তাঁরা দেখিয়েছেন, এই বিরল স্বভাবটি যাদের মধ্যে রয়েছে , তাঁরা এক বিশেষ গুনের অধিকারী।এতদিন পর্যন্ত মনবিজ্ঞান এটাই জানিয়েছে, মূল উদ্বেকজনিত কারনে মানুষ দাঁত দিয়ে নখ কেটে থাকেন।
যেসব মানুষ মাত্রাতিরিক্ত খুঁতখুঁতে তাঁরা এই কান্ডটি করে থাকেন, একটু তলিয়ে ভাবলে এক প্রকার অতৃপ্তি দাঁত দিয়ে নখকাটার পিছনে কাজ করে ।আসলে এটা পার্ফেকশনিষ্ট মানুষের লক্ষন। এমনটাই মনে করেছেন মনোবিজ্ঞানি কিয়েরোন ও ‘কনর।
সৃজনশীল মানুষের মধ্যে এই দাঁত দিয়ে নখ কাটা কিংবা চুলে বারবার আঙুল চালানো কিংবা ভ্রু ও চোখের পাতা ছেঁড়ার মতো মুদ্রাদোষ দেখা যায়। পারফেকশনের জন্য খুঁতখুঁতেপনাই এক উদ্বেগের সৃষ্টি করে আর তার বহিঃপ্রকাশ এই মুদ্রাদোষ এমনটাই মনে করছেন মনোবিজ্ঞানীরা।
প্রতিবেদনে-তানভি সুলতানা