দাঙ্গাবাজ থেকে একেবারে কৃষক দরদী ! গুজরাটে ২০০২ এর গুজরাটের ভয়াবহ দাঙ্গার সেই কুখ্যাত চিত্র মাথায় রয়েছে অনেকেরই।
ডান হাতে লোহার রড আর বাঁ হাত মুঠো করে আকাশে তোলা, মাথায় গেরুয়া ফেট্টি, অশোক মোচির এই ছবি এখনো হয়তো মাথায় থাকবে অনেকের! এবার তাকে সম্পূর্ণ অন্য এক রূপে দেখলো বিশ্ব !
কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিলের বিরোধীতায় এবার লাল পতাকা হাতে সামনে এসে বসতে দেখা গেলো । তার নিজের শহর আমেদাবাদ প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে।
অর্থাৎ তিনি কয়েক হাজার কিলোমিটার পেরিয়ে প্রতিবাদে শামিল হতে এসেছেন তাও আবার একদমই সামনের সারিতে।
২০০২-২০২০ তার এই দীর্ঘ আঠেরো বছরের পরিবর্তনে খুশি দেশের মানুষ !
দাঙ্গায় যে দলের নাম জড়িয়েছিল গুজরাটে এখন তিনি তার বিরুদ্ধেই আন্দোলনে নেমে এসেছেন।
কৃষি আইনের প্রতিবাদে গুজরাট থেকেও আন্দোলনে শামিল হয়েছেন বহু কৃষক।
রাজস্থান -হরিয়ানা সীমানার শাহজাহান পুরে এই মুহূর্তে বহু কৃষকের সাথে অবস্থানে রয়েছেন তিনি। অখিল ভারতীয় ক্ষেত মজুর সংগঠনের যুগ্ম সম্পাদক বিক্রম সিংহ জানিয়েছেন গুজরাটের কৃষক সংগঠনের সাথে এসেছেন তিনি, তাদের আন্দোলনেও তিনি বেশ সক্রিয় রয়েছেন।
অশোকের সম্মন্ধে জানা যাচ্ছে যে তার আসল পদবি পারমার।জুতো সেলাই করাই তার পেশা।
পেশার কারণেই মোচী উপাধিটা জুড়ে গিয়েছে তার সাথে।
রাজ্য সিপিএমের নেতা মহম্মদ সেলিম তার লাল পতাকা হাতের ছবি প্রথম টুইটারে সামনে আনেন।
হাতে কৃষকের সমর্থনে লাল পতাকা হাতে গুজরাট দাঙ্গার অশোক পারমার কে দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
প্রতিবেদনে-শশাঙ্ক