সরকারি টোল প্লাজাতেও এবার দুর্নীতির ঘটনা সামনে আসলো! কৃষ্ণনগর -নপবদ্বীপের বহু বিখ্যাত গৌরাঙ্গ সেতুতে নেওয়া হচ্ছে বেআইনি ভাবে অতিরিক্ত টোলট্যাক্স যানবাহনের থেকে!
কৃষ্ণনগর থেকে নবদ্বীপ হয়ে বর্ধমানে যোগাযোগের খুব গুরুত্বপূর্ণ সেতুপথ এটি নদীর ওপর দিয়ে।
সেই কারণেই প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে গৌরাঙ্গ সেতু দিয়ে! সকলের জন্য কমন টোল ট্যাক্স ১০ টাকা সরকারি ভাবে নেওয়ার নিয়ম! কিন্তু নিয়ম কানন মানার কোনো হেলদোলই নেই টোল প্লাজার কর্মচারীদের মধ্যে! বেআইনি ভাবে বিভিন্ন যানবাহনের থেকে নেওয়া হচ্ছে কুড়ি তিরিশ এমনকি আরো বেশি টাকা ট্যাক্স! এই নিয়ে অভিযোগ করেছেন অনেক ড্রাইভারই কিন্তু এখনো টনক নড়েনি প্রশাসনের! যে গৌরাঙ্গ দেব সততার প্রতিমূর্তি তার নামাঙ্কিত সেতুতেই কিনা বেআইনি কারবার! ভাবা যায়! স্থানীয় মানুষ জনও এখনো সরব হয়নি এই দুর্নীতির বিরুদ্ধে, নেওয়া হয়নি কোনোদিন লিগ্যাল পদক্ষেপও! এই প্রতিবেদনের পর কি নড়ে চড়ে বসবেন প্রশাসন গৌরাঙ্গ সেতুর দুষ্কৃতীদের বিরুদ্ধে! উঠছে প্রশ্ন!
প্রতিবেদনে-শশাঙ্ক