তৃণমূলের নেতা মন্ত্রীদের পিছনে কেন্দ্রীয় তদন্ত সংস্থার উঁকি ঝুঁকি নতুন বিষয় নয়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে কয়লা কাণ্ডে নোটিস পাঠিয়েছিলো সিবিআই। আজ ব্যাংক একাউন্ট লেনদেনের অসঙ্গতিকে কেন্দ্র করে পুরমন্ত্রী ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিস পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! এইনিয়ে শোরগোল উঠেছে রাজনৈতিক মহলে।বর্তমানে সিইএসসির সোশ্যাল মিডিয়ার কাজকর্ম দেখতেন প্রিয়দর্শিনী। জানা যাচ্ছে তার বাড়িতে গিয়েই তাকে নোটিস দিয়েছে ইডি। ইডির পক্ষ থেকে দাবী করা হচ্ছে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার বারবার বিদেশে গিয়েছেন এবং এর মধ্যে দিয়েই বিদেশে প্রচুর টাকা পাচার করেছেন তিনি। এমনকি এর সাথে জড়িয়েছে একজন বিদেশী অভিনেত্রীর নামও। কিভাবে তিনি বিপুল টাকা বিদেশে চালান করেছেন তা তদন্ত করে দেখছে ইডি। প্রিয়দর্শিনীর একাউন্টের ওপরও রাখা হচ্ছে নজর। এই নিয়ে এই সপ্তাহেই প্রিয়দর্শিনীকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে বলেও জানা যাচ্ছে। এই ঘটনা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন এই বিষয়ে তিনি কিছু জানেন না বা এখনও পর্যন্ত কিছু শোনেন নি। এমনকি তাকে গ্রেফতার করা হতে পারে ইতিমধ্যেই জানা যাচ্ছে। সত্যিই কি এবার তদন্তের জালে ধরা পড়বেন পুরমন্ত্রীর কন্যা প্রিয়দর্শিনী ! উঠছে প্রশ্ন।
প্রতিবেদনে- অনির্বান