“ধর্ষকের কাকাকে একটিও ভোট নয় ” এই বিস্ফোরক মন্তব্যের পোস্টার দেখা গেলো এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই এর বিরুদ্ধে তীব্র অভিযোগ এনে এবার সরব এলাকা বিজেপি কর্মীরাই। জানা যাচ্ছে লক্ষণ ঘোড়ুই এর ভাইপো সহদেব ঘোড়ুই বছর দেড়েক আগে বাবনবেড়া গ্রামের বাসিন্দা এক বিজেপি নেতার মেয়েকে মাদক খাইয়ে বেশ কয়েকবার ধর্ষণের পর পলাতক হয়ে যায়। এরপরেও তার কাকা কে প্রার্থী করায় বিরূপ পোস্টার দেখা গেলো এলাকায়। লেখা আছে “ধর্ষকের কাকাকে একটাও ভোট নয় ” “সৌজন্যে স্বচ্ছ ভাব মূর্তি যুক্ত আদি বিজেপির কর্মী বৃন্দ “। এই পোস্টারের পরেই চাঞ্চল্য তৈরি হয়েছে বিজেপির অন্দরে। জানা যাচ্ছে ভাইপোর ধর্ষণের মতো অপরাধমূলক কাজের পরেও পরেও কাকা লক্ষণ ঘোড়ুই কে প্রার্থী করায় ক্ষোভে ফুঁসছে এলাকার বিজেপি কর্মীদের একাংশ। “এটা তৃণমূলের কাজ, কর্মীদের কারো কোনো ক্ষোভ নেই ” এই বলে অবশ্য বিষয়টা এড়িয়ে গেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই। এই অন্তর্কলহের জেরে কি এবারে ভুগতে হতে পারে রাজ্য বিজেপিকে! এই নিয়ে উঠছে সংশয়।
প্রতিবেদনে- অনির্বান